[is=\০০৩৩PP] | | wc

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ০৭/১২/২০০৬ - ৭:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


প্রিয় হাসিন,
আমি জানি মনে করিয়ে দেয়ার কিছু নেই ।
অবশ্যই মনে আছে, মনে থাকতেই হবে ।
তবু বলছি, বিশ্বকাপের মাস জুড়ে 'সামহোয়ার ইন' এর আয়োজন ছিলো । সাইটের মেইন লোগো তে বিশ্বকাপের ছবি ছিলো ।

এই বিজয়ের মাসে কি তেমন কিছু করার ছিলো না ?
অন্য সবাই কি বলেন ?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।