। । স্বাধীনতা'র পটুয়ার জন্য শ্রদ্ধা । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৮/১২/২০০৬ - ১১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


তিনি কামরুল হাসান
পটুয়া কামরুল হাসান ।

ঐ যে আমাদের প্রথম পতাকা, লাল সবুজ আর মাঝখানে বাংলাদেশে-- মুক্তির আন্দোলন আর যুদ্ধের দিন গুলোতে যে পতাকা প্রেরনা হয়েছিল কোটি মানুষের , সেই পতাকার পটুয়া কামরুল হাসান ।

ঐ যে একটা পশুর মুখ, ঘাতক পশুকে হত্যা করতে হবে বেঁচে থাকার জন্য, সে ও তাঁর আঁকা ।

'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে'--- এঁকে যিনি জাতিকে আবারো সতর্ক করে দিয়েছিলেন ,তিনি কামরুল হাসান ।

বিজয়ের মাসে পটুয়া কামরুল হাসানের স্মৃতিতে শ্রদ্ধা ।


আরো একটি হাত তার মনে পড়ে যায় । একদিন আরো একটি হাত!
সেই হাত থেকে, হাতের কলম থেকে স্বপ্নের ফুলের মতো অবিরাম
ঝরে পড়ছিলো বাংলার রুপ !--
কোলের ওপর কাগজে,শাদা খাতার পৃষ্ঠায় ।
বাঙালীর স্বপ্নপটে আজো সেই পটুয়ার হাত--কামরুল হাসান--এখনো কি?-
ছুঁয়ে আছে বাঙালীর নাভিমুল?
বাংলার ঘুমের ভেতর দিয়ে ট্রেন ছুটে যায় ।

। ।সৈয়দ হকের কবিতার অংশ । ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।