মাস কয়েক আগে, 'সামহোয়ার ইন' এ আমি একটা গল্প পোষ্ট করেছিলাম ।
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/16473] ওমশান্তি-- আসসালাম [/লিংক]
সে গল্পে একজন শহীদ মুক্তিযোদ্ধার চরিত্র ছিল । জগৎজ্যোতি । যদি ও এ নামে সত্যিই একজন শহীদ যোদ্ধা ছিলেন, তবু গল্পের জগৎজ্যোতি ছিলেন অন্য কেউ ।
আমার শৈশব কেটেছে যে অঞ্চলে, সে সময়টাতে ('81-'85) তখনো জগৎজ্যোতি'র বীরত্ব ও আত্নত্যাগ মানুষের মুখে মুখে ফি রতো রুপকথার মতো ।
আমাদের পরিবারের কয়েকজন ছিলেন তার স হযোদ্ধা । তাঁদের কাছে ও শুনতাম তাঁর কথা ।
হয়তো সে কারনেই -- একজন শহীদ যোদ্ধার চরিত্র চিত্রনের সময় অবচেতনভাবেই 'জগৎজ্যোতি' নামটা চলে এসেছিলো ।
***********************************************
যা হোক, এবার আসল তথ্য ।
আজকের সমকালে সেই শহীদ জগৎজ্যোতি' কে নিয়ে একটা ফিচার হয়েছে ।
ধন্যবাদ 'সমকাল '
লিংকটা এখানে
স হস্র শ্রদ্ধা আমার শৈশবের নায়ক -- শহীদ জগৎজ্যোতি
মন্তব্য
নতুন মন্তব্য করুন