। । তিনপুরুষের স্বপ্ন । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১০/১২/২০০৬ - ১০:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



আমাদের জনকেরা ছিলেন অযোগ্য মানুষ
বনের খেয়ে ই তাঁরা তাড়াতেন মোষ ।
'আপোষ অসম্ভব' চিৎকারে মাতাতেন দেশ ;

আমরা কিন্তুহয়েছি বেশ, যোগ্য ধড়িবাজ
মঞ্জিলে মকসুদ তাই খুব, দূরে নয় আজ

'আমাদের সন্তানেরা হয়ে উঠুক সুযোগ্য,
ইতর বিশেষ' ।

10 ডিসেম্বর
প্রথম প্রহর । ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।