যে ক্ষমতা যুদ্ধে যায়,সে কখন ও কবিতা পড়েনা ।যুদ্ধের বিপক্ষে
বটে আমি আর আমার কবিতা । তার মানে এই নয়, হালাকুকে
মাথা পেতে দেব ।কবিতা শাশ্বত হলে যুদ্ধ চিরায়ত । মানুষ শিকারী
প্রানী,যুদ্ধে তার বংশ পরিচয় । কখন ও আক্রান্ত হলে,মনে রেখো ,
যুদ্ধে যেতে হয় ।
[আবু হাসান শাহরিয়ার]
*****************************************************
আজ বিজয়ের দিন ।
দু:খ আছে, ক্ষোভ আছে, হতাশা আছে -- তবু সব ছাপিয়ে আছে বিজয়ের গৌরব ।
স্মৃতিতে এই দিনটা আছে বলেই ভেঙ্গে যেতে যেতে আবার গড়তে জানি আমরা ।
সবাইকে বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা ।
ভালো থেকো বাংলাদেশ । ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন