বিজয়ের মাসের শুরুতে, সম্ভবত: সাত তারিখে একটা পোষ্টে আবদার জানিয়েছিলাম কতর্ৃপক্ষের কাছে, যেনো বিজয়ের এই মাসে ব্লগে ছোঁয়াটুকু থাকে ।
আবদার করেছিলাম এই ভরসায়, দেখেছিলাম যে বিশ্বকাপের মাস জুড়ে ব্লগের টপ গ্রাফিক্সটা বিশ্বকাপের আমেজকে ধারন করেছিলো ।
সেই পোষ্টে অনেক স হ ব্লগার আমার আবদারকের সমর্থন জানিয়েছিলেন । কৃতজ্ঞতা সবার কাছে ।
ব্লগ এডমিনদের একজন হাসিন ও মন্তব্য ঘরে জানিয়েছিলেন যে-- আয়োজনের প্রস্তুতি চলছে । । আমরা সবাই হাসিন কে কৃতজ্ঞতা জানিয়ে অপেক্ষা করছিলাম ।
আজো হলোনা কিছু ।
না হোক ।
তবু কৃতজ্ঞ থাকলাম ব্লগ এডমিনদের প্রতি । ব্লগে লিখার সুযোগ দিয়েছেন বলেই তো আমরা এতো এতো ব্লগার নিজেদের মতোই বিজয় দিবস উদযাপন করলাম ।
আসুন সব ব্লগার মিলে 'সামহোয়ার ইন' কতর্ৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক বিজয়ের শুভেচ্ছা জানাই ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন