। । 'মুক্তিযুদ্ধের চেতনা' --- কেনো বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরী? । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ২১/১২/২০০৬ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


এই পোষ্টটি মুলত : আগের পোষ্টের । পুরো ছবিটা বোঝতে হলে আগের পোষ্টটা বোঝা জরুরী ।

রাষ্ট্র মুলত: একটি পরিবার বা সংগঠনের ই বৃহৎ অবয়ব । পরিবার বা সংগঠনের ভেতর যেমন ভিন্ন মতের সদস্য থাকতে পারে বা থাকাটা স্বাভাবিক তেমনি এটা ও জরুরী প্রত্যেকটা পরিবার বা সংগঠনের একটা 'কোর থিম' থাকা যা নিয়ে সদস্যদের কোনো দ্্বিধা থাকবেনা, দ্্বন্ধ থাকবেনা , যা সবাইকে একটা পরিবার বা সংগঠন হিসেবে টিকিয়ে রাখবে ।
বাংলাদেশ রাষ্ট্রের জন্য এই 'কোর থিম' টা কি?
অবশ্যই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা । কেনো? কারন অন্য কোনো বিকল্প নেই । কারন বাংলাদেশ রাষ্ট্র তৈরী হয়েছে এই যুদ্ধের মাধ্যমে , এই যুদ্ধের চেতনায় । একজন মানুষ নিজেকে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক তখনই দাবী করতে পারেন যখন রাষ্ট্রের জন্মযুদ্ধে তার অবস্থান রাষ্ট্রের পক্ষে ছিলো এবং সব সময় সর্বাবস্থায় এই অবস্থান তার স্পষ্ট ।
এর জন্য কোন আইন বা তত্বের প্রয়োজন নেই । এটা স হজ যুক্তি । পরিবারের কোন সদস্য , পরিবারের চরম বিপদে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে ত্যাজ্য ঘোষনা করা হয়, এটা ও তো চালু আছে ।

তাই বিজলীর খড়ির এই পোষ্টে যখন আস্ত মেয়ে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীতা আর স্বাধীনতার বিরোধীতা এক নয় , তখন এটা কোনো অর্থই ব হন করেনা, কারন মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার আর কোনো উদ্যোগ তো ছিলোনা । যারা স্বাধীনতা চেয়েছিলেন , ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলে ও যুদ্ধের সময় তারা এক প্লাটফর্ম এ ছিলেন । আর যারা যুদ্ধের বিরোধীতা করেছিলেন , তারা যুদ্ধের বিরোধীতা করে অন্য কোনোভাবেই স্বাধীনতার দাবী করেননি । তাদের সে সময়ের বক্তব্যগুলো দেখুন, পুরো 71 জুড়েই পাকিস্তানের অখন্ডতার আহবান ।
তাই মুক্তিযুদ্ধের বিরোধীতা মানেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা ন । স্পষ্ট এবং দ্্ব্যর্থ ভাবে ।

বিজলীর খড়ি একটা যুক্তি দিয়ে বলটে চাইছেন , যেহেতু জামাতের পুনরুথথান ঘটেছে , সেহেতু বাংলাদেশের অনেক মানুষই স্বাধীনতা বিরোধী ।
ভুল যুক্তি । জামাতের পুনরুত্থান কোনো জনজাগরন নয়, নয় মানুষের আকাংখার ফসল । স্বাধীনতার পর যখন ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলো সাধারন মানুষ কি তআর প্রতিবাদ করেছিলো? করেনি , কারন এই সিদ্ধান্ত ছিলো , মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সাধারন মানুষের ইচ্ছার প্রতিফলন ।
জামাত ও ধর্মভিত্তিক ফিরে এলো জিয়াউর রহমানের সামরিক শাসনের হাত ধরে । যদি জিয়া তার অবৈধ শাসন কে শক্তিশালী করার প্রয়োজনে এই ঘাতকদের পুর্নবাসন না করতেন, যদি এরশাদ তার অবৈধ শাসন কে পাকাপোক্ত করতে এদের পৃষ্ঠপোষকতা না করতেন তাহলে জামাত কিংবা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলই স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতো না ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।