। । 'ইসলামী বাংলা ' র সমর্থকেরা এবার ' জয় হাসিনা' বলুন... । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৪/১২/২০০৬ - ৮:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



1। জাতীয় সংসদে কোরান ও সুন্নাহ বিরোধী কোন আইন প্রনয়ন করা হবেনা ।

2।কওমী মাদ্্রাসার স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে ।

3।হযরত মোহাম্মদ(দ:) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী । তার পরে আর কোনো নবী আসবেননা । এটা যারা বিশ্বাস করবেনা তাদের অমুসলিম ঘোষনা করা হবে ( কাদিয়ানী সমস্যার সমাধান )

4।হাইকোর্টের রায়ে আগে বাতিল হলেও এবার সনদপ্রাপ্ত আলেমগন রাষ্ট্রীয় আদালতের বাইরে ফতোয়া দিতে পারবেন ।

5।আল্লাহ, নবী রাসুল ও সাহাবাদের সমালোচনা দন্ডনীয় অপরাধ বলে গন্য হবে অর্থ্যাৎ ব্লাসফেমী আইন কার্যকর হবে ।

অর্থ্যাৎ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইসলামী বাংলায় রুপান্তর কার্যকর হতে যাচ্ছে এবং তা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতারোহনের মাধ্যমে ।

হ্যাঁ, ঠিক তাই ।
শেখ মুজিবের অযোগ্য উত্তরসূরী শেখহাসিনার যোগ্য মোসাহেব আব্দুল জলিল, ঠিক এই সব শর্তেই খেলাফত মজলিসের সাথে নির্বাচনী সমঝোতায় এসেছেন ।

সূত্র প্রথম আলো

অতএব, বাংলাস্তানের সমর্থকগন জোরসে বলুন 'জয় হাসিনা'

'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' তে একাত্তুর ফিরে আসে, ওটা কবর চাপা পড়ুক , ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মতো ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।