। । ' আন্না আখমাতোভা'--ব হু বছর পর এবং একটি স্মৃতিজাত কবিতার খসড়া । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২৭/১২/২০০৬ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আসলেই বোধহয় কোনো কিছু একেবারে মুছে যায়না ।
নতুন ব্লগার 'পথের পাঁচালী'র পোষ্টে 'আন্না আখমাতোভা'র ছবি দেখে এই কথাটা আবার মনে পড়লো । মনে পড়লো এই রাশান মহিলা কবি'র নাম শুনেছিলাম আমার কৈশোরে । বেশ কসরত করে তার কটা কবিতা সংগ্রহ ও করেছিলাম । মুল রাশান থেকে ইংরেজীতে অনুবাদ ছিলো । এখনো ইংরেজীটা কষ্ট সৃষ্টে বোঝার চেষ্টা করি । লিটারেল ইংলিশের অবস্থা আরো খারাপ ।
সেই কৈশোরে আসলে কতটুকু বোঝেছিলাম ? মনে নেই আর! তবে মনে আছে ঐ কিছু বোঝা আর অনেকটুকু না বোঝাই আমাকে গ্রাস করেছিলো ।
গ্রাস যে করেছিলো তার প্রমান ও পেলাম আবার ।
অন্তত: এক যুগ আগে পড়া 'আন্না আখমাতোভা'র একটা কবিতা আমার স্মৃতিতে রয়ে গেছে এখনো ।
ঠিক সেই কবিতাটা নয় , আসল কবিতার নামটা ও মনে নেই । হতে পারে এ অন্য কিছু, কবিতার স্মৃতি...
কবিতার স্মৃতিতে কবিতা!

কবিতায় প্রেম আছে যাদের , জেনে নিতে পারেন এই অপার বেদনার কবি [লিংক =যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/অহহধথঅশযসধঃড়াধ] আন্না আখমাতোভা [/লিংক] কে ।

ও হ্যাঁ, পথের পাঁচালী--- অসীম কৃতজ্ঞতা আপনার প্রতি ।

*************************************************


এসব ছাড়িয়ে অন্য কোথাও জীবন আছে জানি,
অন্যরকম । সেই জীবনে একটি কিশোর সন্ধ্যেবেলা
সীমানা ছাড়ায় । এক কিশোরী, সেই কিশোরের
চুলের ফাঁকে আঙ্গুল বোলায় । হাজার কয়েক
প্রজাপতি তাদের ঘিরে জ্যোৎস্না ঝরায় ।

কিন্তু আমরা টুকরো মানুষ, ভগ্ন জীবন
আঁকড়ে থাকি । মুক্ত হবার প্রবল নেশায়
চারপাশেতে দেয়াল গড়ি । হঠাৎ কেবল হন্যে বাতাস
ভাবনা ঘরে হানা দিলে, মনে পড়ে অন্য জীবন ।
সেই জীবনের একটি কিশোর, জ্যোৎস্নাময়ী এক
কিশোরী ।
অন্য জীবন, অন্য কোথাও আমরা কি আর
পৌঁছতে পারি?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।