বন্ধুরা গিয়েছিলাম চাঁদের পাহাড়ে, জ্যোৎস্না কুড়োতে
জ্যোৎস্না র রং নীল, -একই বর্ণ বেদনার জল
তখনো দীক্ষিত নয়, বোকা বালকের দল ।
চাঁদের বুকে মুখ , নিয়েছিলাম জ্যোৎস্না র ঘ্রান
হা ইশ্বর, হা প্রভূ--ক্ষরণেই তবে নির্বা ণ?
জ্যোৎস্না গাহন শেষে ফিরেছিলাম বালকের ও অধিক,
কেউ কেউ গান্ধর্ব হয়েছিলো--বাকীরা সেয়ানা বনিক । ।
04/01/2006
তৃতীয় প্রহর ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন