। । 'আপনে তুমি কওয়া ব হু আগেই ছাড়ান দিছি.... । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ১০/০১/২০০৭ - ৬:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


আরে, আমি না!
এইটা লর্ড ভানু ।
সাধু সাদিক 'রম্য' করনের ঘোষনা দিছে ।
তো, হের সম্মানে লর্ড ভানু শুনতেছি ।

জন গন শুনতে চাইলে ক্লিক মারেন ।
ভানু'র ঝাকমারি

আগে যারা শুনছেন তারা ও শুনেন ।
একাধিকবার ভোটার হওতার মতো ই, একাধিকবার 'রম্য' শোনা গনতন্ত্রের জন্য মঙ্গলময় ।

কেউ কোন কারনে শুনতে না পারলে আমার কোন দোষ নাই । অনেকেই ভোটার হইতে পারেন নাই । তাই বইলা কি আর হেগোরে 'আপনে তুমি' কওয়া ছাড়ান দিছেন?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।