আমি এবং সাকিনা ।
সাকিনা এবং আমি ।
আমরা চারজন গিয়েছিলাম বনভোজনে । পুরোটা বন ভোজন করেছিলাম বারবিকিউ স্টাইলে ।
পরিনামে হু হু শুন্যতা । না বন, না ভোজন, না সাকিনা, না আমি ।
কোত্থাও কেউ নেই । ছিলো ও না কোনো কালে ।
সেই শোকে কেঁদে উঠে বঙ্গের বাতাস ।
আর গুনে গুনে তিনবার মহাজাগতিক ঘরানায় আওয়াজ তোলে এক মিথিক্যাল মুরগী--
'কুরুককু,কুরুককু, কুককু....'
[
এই লেখার সাথে কোনো ব্যক্তি বা ঘটনার (অ) মিলন ঘটে গেলে তার দায়দায়িত্ব সেই (অ) ঘটনঘটনপটিয়সী'র । নিরীহ লেখক ক্ষমাপ্রাথর্ী
]
*** ভাচর্ুয়াল রিয়েলিটি বিষয়ে ব্লগের লেখককুলের কাছে আরো লেখা প্রার্থনীয় ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন