। । কদমগাছে উঠিয়া আছে কানু হারামজাদা... । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ৮:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হায় শ্রী রাধিকা!হায় শ্রী রাধিকা!
বৃন্দাবনের যে খেলুড়ে বালক উঠে বসেছে কদম গাছে রাধা ও গোপীগনের ভেজা শরীর দেখবে বলে, কালক্রমে সেই হবে মথুরার মহারাজ , ইন্ধন যোগাবে কুরুক্ষেত্রের, হবে পান্ডবদের মন্ত্রনাদাতা, রথের সারথী হয়ে অর্জুনকে ঠেলে দেবে অন্যায় যুদ্ধে ।

কেউ নেই ফেরাবে তাকে ।

অতএব শ্রী রাধিকা সুন্দরী... লজ্জায় লাভ নেই জননী । তোমার উরুর ভাঁজ খুলে দাও খেলুড়ে বালকের জন্য , হে সুজলা-সুফলা!!!

বাসুদেব দাস বাউলের গান
এইখানে


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দিনগত হলো,কানু হারামজাদা নামার নাম নিলোনা
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

শূন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পইড়া গেলাম কলকাতার ভেতর...

গানটি আপনার ইস্নিপে পাচ্ছি না জনাব।যদ্দুর মনে পড়ে ওটা ওখানে আগে ছিল।

renesa এর ছবি

vai

banglai to likhte parsina, "Inglish"e josh pai na.

Problem ta ki vai, joldi janan @ mahbub or any other,

renesa

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

* ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন
* ইউনিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন
* বিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন
* সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন
* প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন

তাছাড়া বাংলা সমস্যা ও সমাধান দেখুন। অথবা প্রশ্ন উত্তরের আকারে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হেঁ: হেঁ: হেঁ:
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

বুঝলাম
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দৃশা এর ছবি

শালার কানু নিজের দূরসম্পর্কের মামিরে ছাড়ল না অথচ মামি হইল কলংকিনী । বেরেহেম দুনিয়া আর বেতুমুজ কান্নু!!

দৃশা

দুর্বাশা তাপস এর ছবি

দ্বাপরে কলির পোলা

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

দ্রোহী এর ছবি

এ বিষয়ে একটি বড়দের গীতবাদ্য আছে:

সকালে উঠিয়া কানু
দুই হাতে খ্যাচে ুু
াল পড়িলো রাধিকার গায়।

রাধিকা হইলো রাজনন্দিনী
কেন সে সইবে চটচটানী?
গা ধুতে গেল যমুনায়।


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

দৃশাপুর মন্তব্যে জাঝা।
দ্রোহী মিয়া অচলিল!



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথী এর ছবি

তিব্র প্রতিবাদ করি যে কোন অশালীন মন্তব্যর/ উদ্ধৃতির, আমি হিন্দু নই কিন্তু এই সব পূরাকাহীনির সাথে জড়িয়ে আছে লক্ষ কোটি মানুষের আবেগ। আসুন অন্যের আবেগ আহত হতে পারে এমন কাজ থেকে বিরত থাকি। মজা করার আরোতো বিস্তর বিষয় রয়েছে।

গানটি অসাধারণ।

- অপ্রিয়

হাসান মোরশেদ এর ছবি

সম্মানিত অতিথী(?):
পোষ্ট কিংবা মন্তব্যের কোন অংশ অশালীন মনে হলো,দয়া করে উল্লেখ করবেন কি?

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দ্রোহী এর ছবি

অতিথী বানানটাই মনে হয় অশ্লীল!!!


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।