সম্মানিত ব্লগার ত্রিভুজ তার বিদায়ী ব্লগে এই অধমকে ও টেনেছেন । কৃতজ্ঞতা তাঁর প্রতি । সেই সাথে অসীম বিস্ময়!!!
ত্রিভুজের দাবী হাসান মোরশেদ 'শুয়োরের সাথে সহবাস' পোষ্টখানা ছুঁড়েছিল তাঁর শ্রেষ্ঠ ব্লগার হবার প্রতিক্রিয়ায়!
কিমাশ্চর্য।
সে সময়ের সহব্লগারদের মনে আছে নিশ্চিত, কিব্রিয়াহ নামের এক উন্মাদ একটা পোষ্ট করেছিল পাকিস্তানী পতাকা সমেত , আর আহবান জানিয়েছিলো সবাইকে ঐ পতাকা ভালোবাসার কারন তার দাবী মতে পাকিস্তানী পতাকা ইসলামী উম্মাহর প্রতীক । নোটিশ বোর্ডকে বারবার বলার পর ও এ বিষয়ে তারা কোন উদ্যোগ নেননি প্রথমে । সে প্রতিক্রিয়াতেই ছিলো উল্লেখিত পোষ্ট । পরবতর্ীতে অবশ্য নোটিশবোর্ড কিব্রিয়াহ কে ব্যান করেন ।
আগ্রহী কেউ দেখে নিতে পারেন
শুয়োরের সাথে সহবাস , যেখানে ত্রিভুজের কোন নামগন্ধ ও নেই !
তবু কেনো যে খামোকা খামোকা?
যাহোক, সম্মানিত ত্রিভুজের অন্তর্জলি যাত্রা শুভ হোক ।
*** ত্রিভুজ আবার ম্যানিপুলেশন মাস্টার । তাই প্রামান্য স্নেপশট ও রাখলাম ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন