একটা মাথা গোঁজার ঠাই...
*******************************************************
তাহাদের গল্প::
স্টিভ জেফারসন, বেসরকারী ব্যাংকে জুনিয়র অফিসার । বার্ষিক বেতন 18000 পাউন্ড । 20% ট্যাক্স কেটে নেয়ার পর তার মাসিক উপার্জন 1200 পাউন্ড ।
স্টিভ সমপ্রতি একটা বাড়ী কিনেছে । দুই বেড রুমের টেরেস হাউস ।বাড়ীর দাম পড়েছে 80,000 পাউন্ড । 5% ডিপোজিট হিসেবে তাকে জমা দিতে হয়েছে 4000 পাউন্ড । বাকীটা সে 25 বছরে শোদ করবে মাসে 400 পাউন্ড করে ।
মাসে 400 পাউন্ড মর্টগেজ, খাওয়া দাওয়া, উইকএন্ডের খরচ সব কিছুর পর মাসে তার সঞ্চয় থাকছে 400 পাউন্ডের মতো ।
স্টিভের বয়স 21 বছর ।
তার শিক্ষাগত যোগ্যতা একাউন্টিংয়ে H.N.D, যা বাংলাদেশের H.S.C লেভেলের ।
স্টিভের পরিকল্পনা হলো 3/4 বছর চাকুরীর অভিজ্ঞতা অর্জনের পর সে একাউন্টিংয়ে অনার্স ও মাস্টার করবে । তখন সে কাজ পাবে 'ফিনান্সিয়াল এনালিস্ট' হিসেবে আর বছরে বেতন পাবে 50,000 হাজার পাউন্ড ।
আমাদের গল্প::
আমার বন্ধু জোবায়ের বাংলাদেশে একটা বেসরকারী ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছে । জোবায়ের বেশ ভাগ্যবান ছেলে । স্টার্টিং সেলারি প্রায় 14,000 টাকা । অবশ্য যোগ্য ও বটে সে ।
জোবায়েরের বয়স 31 বছর । সে একাউন্টিং এ অনার্স সহ মাস্টার্স । এ ছাড়া ও তাকে একবছরের একটা কম্পিউটার ডিপ্লোমা এবং ইংলিশ শেখার কোর্স ও করতে হয়েছে । ভাইভা বোর্ড এ যাবার আগে বড় ভাইয়ের শ্বশুর বাড়ীর এক দামী আত্নীয়কে দিয়ে ফোন ও করাতে হয়েছে ।
নিজের হাত খরচ, পরিবারে কণ্ট্রিবিউশন, সব শেষে জোবায়ের মাসে 5000 টাকা করে সঞ্চয় করছে । সারা জীবন ভাড়া বাসায় থাকা জোবায়েরে স্বপ্ন শহরে তার নিজের একটা বাড়ী হবে ।
যে শহরে তার বাস, সেখানে প্রতিডিসিমিল জায়গার দাম নু্যনতম 10 লক্ষ টাকা । শহরের বাইরে গেলে 5 লক্ষ । ছোটখাট একটা বাড়ীর জন্য দরকার কমপক্ষে 4 ডিসিমিল । শহরের বাইরে হলে ও জায়গা বাবদ 20 লক্ষ টাকা । জোবায়েরের এক বন্ধু সমপ্রতি একটা সাদামাটা দো'তলা বাড়ী বানিয়েছে । সে খবর নিয়ে জেনেছে মোটমাট খরচ 50 লক্ষ টাকা ।
জোবায়েরের বাড়ী বানানোর স্বপ্নের দাম 70 লক্ষ টাকা ।
বাড়ীর পরিকল্পনা মাথা থেকে তাড়িয়ে এবার জোবায়ের একটা ফ্ল্যাটের কথা ভাবে । ফ্ল্যাটের দাম মোটামোটি 30 থেকে 50 লাখ ।
জোবায়ের খবর নেয় দীর্ঘমেয়াদী লোন পাওয়া যায় কিনা । যায়, তবে তার জন্য নামী দামী গ্রান্টার লাগবে, প্রথমে বেশ বড়ো অংকের ডিপোসিট জমা দিতে হবে-- যার কোনোটাই বেচারার পক্ষে সম্ভব নয় ।
হিসাববিজ্ঞানে মাস্টার্স জোবায়ের হিসাব করতে থাকে মাসে 5000 টাকা করে সঞ্চয় করতে থাকলে কতো বছরে সে একটা ফ্লাট কেনার পয়সা জমাতে পারবে ?
সালতামামি
একই যোগ্যতায় স্টিভ জেফারসন ও জোবায়েরে আয়ের অনুপাত 25:1 ।
হওয়াটাই স্বাভাবিক । জোবায়ের পৃথিবীর সবচেয়ে গরীব দেশগুলোর একটাতে চাকরী করছে ।
কিন্তু প্রশ,্ন পৃথিবীর সবচেয়ে গরীব এই দেশে একটা বাড়ী বানানো কিংবা একটা ফ্লাট কেনার খরচ কেনো সবচেয়ে ধনী দেশের প্রায় সমান?
যোগানের তুলনায় চাহিদার তীব্রতা পন্যের দাম বাড়াবে, অর্থনীতির তত্ব । কিন্তু পন্যের দাম যদি এতো বেশী বাড়িয়ে ফেলা হয় যে সংখ্যাগরিষ্ঠের প্রতিযোগীতায় অংশগ্রহনেরই সুযোগ থাকেনা, অস্বাভাবিক ভাবে সম্পদশালী হয়ে উঠা একটা গোষ্ঠিই নিজেদের ভেতর প্রতিযোগীতা করে সকল সম্পদ কুক্ষিগত করে নেবে--- তাহলে সে অর্থনীতি ভেঙ্গে পড়বে তার নিজের বিকলাঙ্গতার জন্য ।
যুক্তরাজ্যের মতো সুপার ক্যাপিটালিস্ট রাস্ট্র ও তার অর্থনীতিকে তুঘলকি হবার সুযোগ দেয়নি । সে তার আইন ও আইনের প্রয়োগের মাধ্যমে জনগনের মৌলিক প্রাপ্তি গুলোর বৈষম্য নিয়নত্রন করছে ।
একজনের একটা বাড়ী থাকলে, দ্্বিতীয় বাড়ী কিনতে হলে উপযুক্ত কারন দেখাতে হবে , দ্্বিতীয় বাড়ী মর্টগেজের সুদের হার থাকবে বাড়তি, অতিরিক্ত সম্পত্তির বিক্রিলব্দ আয়ের উপর 40% ট্যাক্স প্রদান করতে হবে ।
মোদ্দা কথা, কেউ কেউ সবটুকু ভোগ করবে এমন নয়, যেনো সবাই মিলে একটু একটু করে ভোগ করতে পারে-- এরকম একটা রাষ্ট্র কাঠামো জরুরী ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন