। । নোটিশ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা:: তালিয়া বাজ াই । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৯/০২/২০০৭ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এইতো মাত্র দু মাস হলো ।
ডিসেম্বর মাস গেলো । বিজয়ের মাস ছিলো ।

আমরা ক'জন বেহায়ার মতো বার বার নোটিশ বোর্ডকে মনে করিয়ে দিলাম ' এটা বিজয়ের মাস, কিছু একটা করুন '

অরন্যে রোদন বলে একটা বাংলা প্রবাদ বার বার সত্য হয় ।

যা হোক এটা ফেব্রুয়ারী মাস । ভাষা আন্দোলনের মাস । দেখা গেলো সদয় কতর্ৃপক্ষ এটা মনে রেখে শহীদ মিনারের ছবি টাঙিয়েছেন ।
অসীম কৃতজ্ঞতা আপনাদের প্রতি ।

সেই সাথে দুটো প্রশ্ন::
1।বিজয়ের মাস কি সমস্যা করেছিলো? জামাতীরা মনে কষ্ট পেতো? জামাতীরা তাদের আব্বাহুজুর গো.আযম কে ভাষা সৈনিক বানিয়ে ভাষা আন্দোলনে তাদের অংশীদারিত্ব দাবী করে । তাই ভাষা আন্দোলনের মাস উদযাপন করতে আপনাদের সমস্যা হচ্ছেনা?

2।শহীদ মিনারের ছবিতে লাল সুর্যের ভেতর 11 ? এই 11 এর মাজেজা কি?

আবারো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।