। । জামাল ভাস্করের পোষ্ট পড়ে , এটা মনে পড়লো । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১২/০২/২০০৭ - ১২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক শিক্ষিত ভদ্্রলোক বিয়ে করেছেন গ্রামের এক অর্ধশিক্ষিত মুখরা বালিকাকে ।

বিয়ের রাতে ভদ্্রলোক বালিকাকে প্রেম ভরা গলায় বলতে লাগলেন -- ' এই দেখো দেখো , আজ কি সুন্দর চাঁদ, কি মোহময় জোছনা '

মুখরা বালিকা বলে উঠলো-- ' হ বুঝছি, আপনে আমারে লাগাইবার চান '

***********************************************
জামাল ভাস্করের পোষ্ট


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।