একবার এদেশের প্রায় সব মানুষ, সাড়ে সাত কোটি মানুষ সম্মিলিতভাবে 'ভারতের দালাল' হয়েছিলো ।
কয়েকপুরুষে আগে নিম্নশ্রেনীর হিন্দু থেকে মুসলমান হওয়া এদেশীয়দের মুসলমানিত্ব পাকা করার প্রয়াসে এসেছিলেন তখন পেয়ারে পাক বাহিনী ।
যাদের ইমান দুর্বল(বস্তুত: প্রায় সকলেরই) ছিলো তাদের জন্য এ প্রয়াস বড় বেশী কড়া ছিলো । তাই তারা ভারতে শরনাথর্ী হয়েছিল । এদের ভেতর অতি বেয়াড়া কেউ কেউ আবার সেই শত্রুদেশে ট্রেনিং নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ও করেছিল । এদেরকে অবশ্য তখনো 'ভারতীয় চর' , 'জারজ', 'কাফির' বলা হতো ।
যারা বলতেন, তারা সংখ্যায় মাত্র কয়েক হাজার ছিলেন । মাত্র এই কয়েক হাজার ভারতের আসল উদ্দেশ্য বোঝতে পেরেছিলেন । তাই তারা স্বাধীনতার বিরোধীতা করেছিলেন । আর বাকী সাড়ে সাত কোটি বোকাসোকা নালায়েক, ভারতীয় চক্রান্তের ফাঁদে পা দিয়েছিলো । এর চেয়ে অনেক বেশী ইসলামী দায়িত্ব ছিলো পাকবাহিনীর গুলী খেয়ে মরা অথবা গনিমতের মাল হওয়া ।
আমরা অবশ্য এখন আর সেরকম বোকাসোকা নালায়েক নই । গত 35 বছরে সেই কয়েক হাজার মহাজ্ঞানী স্বাধীনতা বিরোধীর ওরিয়েন্টেশনে চক্ষুস্মান হয়েছি আমরা 15 কোটি ।
সেই সেবার কিভাবে আমাদের বাবা প্রান বাঁচিয়ে ছিলেন ভারত সীমান্তে ঢুকে, আমাদের সদ্য তরুনী মা কি করে সম্ভ্রম বাঁচিয়েছিলেন শরনাথর্ী হয়ে, কলকাতার স্কুলের কোন শিশু তার টিফিনের পয়সা বাঁচিয়ে চাঁদা দিয়েছিলো এই শরনাথর্ীদের জন্য, বহরমপুরের কোন মুচি আমার বাবার বুট পরিস্কার করে টাকা নেয়নি 'জয়বাংলা'র মানুষ বলে, কোন ভারতীয় সৈনিক লাশ হয়েছিলো এই মাটিতে ,সেই সব আমরা এখন আর মনে করিনা ।
এখন আমরা ও 'ভারতীয় চর' , 'র এর এজেন্ট ' খুঁজে বেড়াই ।
খুঁজে বেড়াতেই থাকি । এদিকে সীমান্তে প্রতিদিন বি.এস.এফের গুলীতে মানুষ মরে, নতুন করে টিপাই মুখ বাঁধ গড়ে তোলে ভারত । আমরা ক্ষমতার অংশীদার , তবু প্রতিবাদ নেই। বরং ভারতের ট্যাক্সি আমদানী করিয়ে সয়লাব করি ঢাকার রাজপথ, সীমান্ত খুলে দিয়ে অবাধে ঢুকতে দেই ভারতের পন্য , দেশের শিক্ষাব্যবস্থায় বারোটা বাজিয়ে সন্তানকে ভারতে পড়তে পাঠাই, দেশের চিকিৎসা ব্যবস্থাকে কোমায় পাঠিয়ে সাধারন মানুষকে বাধ্য করি ভারতের ক্লিনিকে যেতে ।
তবুআমরাই দেশপ্রেমিক ।
আমরাই পাকপ্রেমে উজ্জীবিত হয়ে র' এর এজেন্ট চিহ্নিত করতে থাকি, যেমন করতেন একাত্তুরে আমার মহান নেতাগন । সেবার যে ভুল করেছিল বোকাসোকা নালায়েক মানুষেরা , এবার আর তা করতে দেয়া হবেনা ।
আমাদের ইমান এবার অনেক বেশী খাড়া হয়ে আছে ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন