সহব্লগার নজমুল আলবাব এর সম্পাদনায় প্রকাশ পেয়েছে, কবিতার কাগজ শস্যপর্ব
এটি শস্যপর্ব' র দ্্বিতীয় সংখ্যা । প্রথমটি হয়েছিলো সম্ভবত: 2000 সালের দিকে । সম্পাদক আলবাবই ছিলেন । সদ্য কৈশোর পেরুনো আলবাবের সম্পাদনায় সেই সংখ্যা বেশ সমৃদ্ধ হয়েছিল ।
আলবাব অনেক পরিনত এখন, বয়সে এবং মননে । ভরসা রাখি 'শস্যপর্ব' ও আরো পরিনত হয়েছে ।
এ সংখ্যায় 'সামহোয়ার ইন' এর বেশ কয়েকজন ব্লগারের লেখা দেখছি:
1।মাহবুব মোর্শেদ
2।অর্জুন মান্না
3।রাগ ইমন
4।হাসান মোরশেদ
এ ছাড়া ও লিখেছেন :
মাহবুব লীলেন
জফির সেতু
মোস্তাক আহমাদ দীন
আসম মাসুম
মঞ্জুর মোহাম্মদ
সামস শামীম
শফিকুল ইসলাম খান
হাসান আওরঙ্গজেব
প্রচ্ছদ আমার ভালো লেগেছে । প্রচ্ছদ করেছেন আরেক ব্লগার ইয়াইয়া ফজল । প্রচ্ছদের ব্যবহৃত দুদর্ান্ত ছবিটার মালিকানা ও আরেকজন ব্লগার মাশিদ এর ।
অভিনন্দন মাশিদ ও ইয়াইয়া, দুজনকেই ।
********************************************
শস্যপর্ব'র এই সংখ্যা পড়া যেতে পারে, এখান থেকে
মন্তব্য
নতুন মন্তব্য করুন