। । মুক্তিযুদ্ধ কি অনৈসলামিক ছিলো? । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১৫/০৩/২০০৭ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অনেক কথাই বলা যায়, অনেক কথাই বলা হয় । অনেক ভূমিকা, অনেক উপসংহার ।
বাদ দেই সব । সরাসরি জানতে চাই দু একটা উত্তর, যদি ও অতীত অভিজ্ঞতা বলে-লোক জন সরাসরি প্রশ্ন এড়িয়ে গিয়ে ফেনা তুলতে বেশী পছন্দ করে ।

তবু আবারো 'টু দ্যা পয়েন্ট ' ।
অবশ্যই টার্গেট অডিয়েন্স ত্রিভুজ, আস্তমেয়ে, আশরাফ রহমান সহ এই ব্লগের সকল ধমর্ীয় রাজনীতির বাহকগন ।

জানতে চাইছি::

1। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি তৎকালীন কোনো ইসলামিক দল দলীয় ভাবে অংশগ্রহন করেছিলো? করলে নাম বলুন ।

2। না করে থাকলে কেনো করেনি? আপনাদের ব্যখ্যা কি? মুক্তিযুদ্ধ কি অনৈসলামিক ছিলো?

জানালে বাধিত হবো ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।