ছুটছি ক'দিন ধরে ।
নগর থেকে নগরে ।
আমার আরন্যক ডেরা থেকে প্রায় 400 মাইল ছুটে যেতে হয়েছিল লন্ডনের উপকণ্ঠে । পেশা বদলের হাতছানি, রুটিরুজির ধান্দা । ইন্টারভিউ, এই সেই হাবিজাবি... যততো সব ভাল্লাগেনা যন্ত্রনা !
কুটুম্বসকল এড়িয়ে চলি সযতনে, কিন্তু বন্ধুদের পারিনা । এবার তাও করতে হলো । সময়সংকট, বৈরী আবহাওয়া । আমি যেদিকেই যাই সেদিকেই তুষার ঝরতে থাকে!
তারপর আরো প্রায় 500 মাইল ছুটে স্কটিশ রাজধানী এডিনবরা ।
23-25 মার্চ এমনেষ্টি ইন্টারন্যাশনাল এর বার্ষিক সভা । রথী মহারথী গন আসবেন । আমি নাদান একেবারেই নস্যি... ।কয়েক লক্ষ সাধারন কমর্ীর একজন ।
তবু একটা ভোটাধিকার পেয়েছি এবার ।
প্রাথর্ী আছে পাঁচজন । বিশাল বিশাল প্রোফাইল । মাগার আমি চিনিনা একটারে ও !
26/27 এ আবার ফিরে যাবো নতুন ডেরায় । ছুটে চলা , ছুটছি । দেখছি নতুন মানুষ জন । চড়ছি বিলেতের সবচেয়ে দ্্রুতগতির রেলগাড়ি । রাত নিঝুম, গাড়ী ভরা ঘুম । সাদা মানুষ, কালো মানুষ, বাদামী মানুষ । মানুষের মুখ, মুখোশের মানুষ ।
কানে গোঁজা আইপড । কামব্রিয়ান পর্বতের ছায়া পড়ছে ট্রেনের জানালায় আর টুংটাং গেয়ে যাচ্ছেন সাঁইজি লালন ::
দেখো মন ঝাক মারিয়া দুনিয়াদারী...
মন্তব্য
নতুন মন্তব্য করুন