। । দাসব্যবসা বিলুপ্তির দুশো বছর:: পর্ব ২ । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২৩/০৩/২০০৭ - ৬:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:


[রং=#666666] এ বছর 2007 সালে উদযাপিত হচ্ছে বৃটেনে দাসপ্রথা বিলুপ্তির 200 বছর। মিডলসেক্স বিশ্বিবদ্যালয়ের আফ্রিকান স্টাডিজ বিভাগের এর ড: হাকিম আদি 'রসাথে এ সংক্রান্ত একটি আলাপচারিতা প্রকাশিত হয়েছে 'এমনেষ্টি ইন্টারন্যাশনাল' এর মাসিক ম্যাগাজিনে । এমনেষ্টি'র অনুমতিক্রমেই আলাপচারীতার বাংলা অনুবাদ করা হয়েছে ।
[/রং]

আগের পর্ব আছে এখানে

------------------------------------------------

এমনেষ্টি ::তাহলে এই ব্যবসা আফ্রিকার জন্য কোনো সুফলই আনেনি?

ড: হাকিম :: না , একেবারেই না । এটা কেবল মাত্র ইউরোপ ও আফ্রিকার মধ্যে এমন এক সম্পর্ককে জোরদার করেছে যার পেছনে কেবল মাত্র শোষন ও বঞ্চনা ছিলো এবং আছে এখনো ।

এমনেষ্টি :: আছে এখনো?

ড: হাকিম :: নয়? গত 500 বছর ধরে বাকী পৃথিবী আফ্রিকাকে তেমনি দেখছে, ইউরোপিয়ান রা যেমন দেখাচ্ছে ।
ইউরোসেন্ট্রিক আইডিয়া গুলো এতো বেশী প্রবল যে আজো আফ্রিকান দেশ গুলো তাদের আরোপিত রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল থেকে মুক্ত হতে পারেনি ।
উদাহরন হিসেবে ধরুন সিয়েরা লিওন কে । 1807 সালে বৃটিশ রা এটাকে নিরাপদ বন্দর ঘোষনা করলো যেখান এনে জড়ো করা হতো সকল দাস দের । তারপর জাহাজে ভরে পাচার করা হতো আমেরিকা ও ক্যারাবিয়ান কলোনীতে । 1929 সালে দাসব্যবসা বিলুপ্তি ঘোষনা করা হলো সিয়েরা লিওনে । অথচ বৃটিশ সেনাবাহিনী এখনো রয়ে গেছে ওখানে । 1807-2007 , গত দুশো বছর ধরে ই তো সিয়রা লিওন বৃটিশ কলোনী যদি ও নামে একটি স্বাধীন রাষ্ট্র । এমনই স্বাধীন যে পৃথিবীর সবচেয়ে দরিদ্্র দেশ গুলোর একটি অথচ পৃথিবীর সবচেয়ে বেশী হীরা উৎপাদনকারী দেশ ।
এরচেয়ে বড় উপহাস কি হতে পারে?

এমনেষ্টি :: বৃটেনে দাসব্যবসা নিষিদ্ধকরন আন্দোলনের পেছেনের গল্পটা কেমন?

ড: হাকিম :: হুম ! সেই সময়টাতে দুটো মুভমেন্ট একসাথে কাজ করছিলো । একটা ছিলো পালর্ামেন্টের ভেতরে । আরেকটা ছিলো পালর্ামেন্টের বাইরে । 1780 থেকে 1790 সালের ভেতর পালর্ামেন্টের বাইরে যে মুভমেন্ট গড়ে উঠে , তা ছিলো বৃটেনের ইতিহাসের সবথেকে বড় এবং গনসম্পৃক্ত আন্দোলন । অনেকগুলো গ্রুপ একসাথে কাজ করছিলো । মানবাধিকার গ্রুপ, নারী কমর্ী এবং তৎকালীন শিল্পী সাহিত্যিক গন ।শ্রমিকদের একটা বড় ভূমিকা ছিলো , ভূমিকা ছিলো বৃটেনে বসবাসরত আফ্রিকানদের যাদের অনেকেই মুক্তদাস ছিলো ।
পালর্ামেন্টের বাইরে গড়ে উঠা এই ব্যাপক আন্দোলন, ভেতরের আন্দোলনকারীদের কে সহায়তা করেছিলো পার্লামেন্টে দাসব্যবসা নিষিদ্ধ করন সংক্রান্ত বিল উত্থাপন ও কার্যকর করাতে ।
অবশ্য এক পর্যায়ে এ মুভমেন্ট আন্ডার গ্রাউন্ডে চলে যায় কারন 1790 এর বৃটেন-ফ্রান্স যুদ্ধ কালীন সময়ে সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষনা করা হয় ।
তবে মুভমেন্ট থেমে থাকেনি , বরং 1806 সালের দিকে প্রবল গনজাগরন ঘটে দাসব্যবসার বিরুদ্ধে ।

(চলবে....)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।