। । বলি, পাকপশুদের আরেক গনহত্যার গল্প । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৫/০৩/২০০৭ - ১০:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


দানব রাষ্ট্র পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তান । শুধু আয়তনে বড় তা নয়, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ প্রদেশ, তেল ও গ্যাস যার মধ্যে উল্লেখযোগ্য ।
তবে দানবরাষ্ট্রের নিয়ম মতেই বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্্র ও অবহেলিত প্রদেশ । জাতিগত বেলুচদের শিক্ষার হার সবচেয়ে কম । বেলুচিস্তানের তেল, গ্যাস ও অন্যান্য খনিজে সমগ্র পাকিস্তানের উন্নয়ন ঘটলে ও কেন্দ্্রীয় সরকারের কোনো অনুদান পায়না বেলুচিস্তান । মাতৃভাষা বেলুচের পরিবর্তে চাপিয়ে দেয়া হয়েছে উদর্ু ।

এসব নিয়ে ক্ষোভ-বিক্ষোভ,প্রতিবাদ ,প্রতিরোধ চলে আসছে কয়েক যুগ ধরেই ।ষাটের দশকে এই ক্ষোভ তীব্র হলে নিষ্ঠুর সামরিক আগ্রাসনের মাধ্যমে তা দমন করা হয় । সেই সামরিক আগ্রাসনের প্রধান ছিলো কুখ্যাত ইয়াহিয়া খান । সে কারনেঐ খুনী পরিচিতি পেয়েছিলো বেলুচিস্তানের কসাই নামে ।

মাঝে কয়েকবছর বিচ্ছিন্ন প্রতিবাদ আন্দোলন চললে ও জেনারেল মোশাররফের শাসনামলে বেলুচিস্তান আবার অশান্ত হয়ে উঠে । দানবরাষ্ট্র তার চরিত্রানুযায়ীই সামরিক অভিযান চালিয়ে দমন করতে চায় সকল আন্দোলন ।
2001 সাল থেকে এ পর্যন্ত পাকবাহিনী হত্যা করেছে 15-20 হাজার বেলুচ স্বাধীকার আন্দোলনের কমর্ীকে । পাকবাহিনীর বিমান আক্রমনে ঘরবাড়ী হারিয়ে উদ্্বাস্তু হয়েছেন কমপক্ষে দু লক্ষ বেলুচ ।
গত বছর বিমান আক্রমনে হত্যা করা হয়েছে বেলুচিস্তানের অবিসংবাদিত নেতা [লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ঘধধিনথঅশনধৎথইঁমঃর] আকবর বুকতি [/লিংক] কে ।
এদিকে অসীম সাহসী বেলুচেরা গেরিলা কায়দার শুরু করেছে আত্নরক্ষা ও প্রতি আক্রমন । গঠিত হয়েছে [লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ইধষড়পযরংঃধহথখরনবৎধঃরড়হথঅৎসু] বেলুচিস্তান লিবারেশন আর্মি [/লিংক] । যথারীতিই তাদেরকে ইতিমধ্যে ভারতীয় দালাল বলে আখ্যা দেয়া হয়ে গেছে ।

বেলুচদের বিভিন্ন ফোরামের আলোচনা থেকে জানা যায়, তাদের মুক্তি সংগ্রামের প্রেরনার নাম হচ্ছে বাংলাদেশ ও স্বাধীনতা '71

******************************************

কিছু প্রাসংগিক লিংক::
1।[লিংক=যঃঃঢ়://ভৎববনধষড়পয.নষড়মংঢ়ড়ঃ.পড়স/] বেলুচ িফ্রডম মুভমেন্ট এর ওয়েব ব্লগ [/লিংক]

2।[লিংক=যঃঃঢ়://ারফবড়.মড়ড়মষব.পড়স/ারফবড়ঢ়ষধু?ফড়পরফ=-6311716871122507823] পাকবাহিনীর হত্যা ও প্রতিরোধের একটি ভিডিও [/লিংক]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।