। । ডাউন মেমোরী লেন :: চেনা কবির কবিতা। ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ১১/০৪/২০০৭ - ৬:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


ময়দানে কারা দানবের হাসি হেসেছিল?

নিকটবতর্ী মাঠে ঘোড়া ও সহিস আর কিছু নিরীহ তৃণভোজী
ভেলভেট জামা গায়ে ওখানে দাঁড়িয়ে কারা? ওদের চোখে কালো
চশমা কেন? বুলেটপ্রুফ হেলমেট কেন?
নিকটবতর্ী পাহাড়ে কাদের জাবর কাটা শোনা যায়? ঘাসে ও মাটিতে
কাদের মাংশাসী লালা?

নদীতীরবতর্ী মাঠে যারা ভিজেছিল ,তারা কি ঠিকঠাক পৌঁছেছে বাথানে
আজো কি আছে তাদের সত্যসন্ধ সুতীন্ন খুর?শিং তুলে প্রবল আসা?

ময়দানে কারা প্রেতের হাসি হেসেছিল?

-----------------------------------------------------

সদ্য দেশ ফেরত এক বন্ধু মারফত কিছু বই পত্র হাতে এলো । পড়লাম জফির সেতু'র কবিতার বই সহস্র ভোলটের বাঘ

জফির সেতু, আমাদের সেতু ভাই । ঠিক অগ্রবতর্ী কবি । মনে পড়ে সেই 91 সালে এস.এস.সি দিয়ে যখন ভর্তি হলাম এম.সি কলেজে, কলেজ শাসন করছে তখন কয়েকজন তরুন কবি । এইচ.এস.সি শেষ করে তাদের কেউ অনার্স শুরু করেছে, কেউ কিছুই করছেনা ক্যাম্পাসে ঘুরাঘুরি আর কবিতার বুনন ছাড়া । এই কবিরা ঠিক পাঞ্জাবী গায়ে , কাঁধে শান্তি নিকেতনী ব্যাগ ঝোলানো কবি ছিলোনা । এদের রাজনীতি ছিলো, দ্্রোহ ছিলো, বিদ্্রুপ ছিলো, ঘাঁড় তেড়ামী ছিলো ।
এরা জফির সেতু ছিলো, মাহবুব লীলেন ছিলো, শামীম শাহান ছিলো ।
আর সে সময়টাতে কলেজ ক্যাম্পাসে কাটা রাইফেল ছিলো, রাগী রাগী চেহারার উদভ্রান্ত কিশোরেরা ছিলো, হোন্ডা ছিলো, প্রেম ছিলো, শিবিরের উৎপাত ছিলো- সেই সাথে ছিলো সপ্তাহ জুড়ে সাহিত্য সংস্কৃতির প্রতিযোগীতা, ছিলো বার্ষিক নাটক, দেশবরেন্য নাট্যকারদের আনাগোনা ।

আর এই সব মনে পড়ে যায়, যখন উৎখাত হয়ে গেছে সেই সব, আমাদেরই চোখেরই সামনে ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।