একটু আগে পর পর পাঁচজন বন্ধুর কাছ থেকে ফরোয়ার্ড মেইল পেলাম ।
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের ফোরামের একটা মেসেজ:: সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে , শেখ হাসিনাকে বহনকারী এয়ারক্রাফট কে যেনো বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ কিংবা অবতরনের সুযোগ দেয়া না হয় ।
আশা করছি পুরোটাই গুজব ।
এরকম গোপনীয় নির্দেশ ফোরামে আসবে কেনো?
কিন্তু গত এক বছরে অসম্ভব সব গুজবগুলোই শেষে সত্যি হলো তো, তাই গুজবকে আজকাল পাত্তা না দেয়ার ভরসা হয়না ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন