ধুর, বিরক্ত লাগছে ।
অতো টেক ফেক বোঝিনা । সোজা কথা অতো রং আমার ভাল্লাগেনি, কেমন সোডিয়াম লাইটের মত জন্ডিস জন্ডিস লাগছে ।
আমি ইউনিকোডে লিখতে জানি। লেখার কাজ চালাতে পারব । ইউনিকোডে যাওয়াটা জরুরি সেটা ও বোঝলাম ।
বোঝলাম না 'টপরেটেড' পোষ্টের মহিমা । ব্লগ খুলেই চোখের সামনে এইসব যন্ত্রনা ঝুলতে থাকলে তো মহাসমস্যা ।
বোঝলাম না মন্তব্য গুলো কি হল? এটা কি সাময়িক? নাকি আর কখনই ফেরত পাওয়া যাবেনা হারিয়ে যাওয়া মন্তব্য গুলো ।
তাহলে কিন্তু গভীর সমস্যা । এমন প্রযুক্তির নিকুচি করি!!!
আর লিখতে ভাল্লাগছেনা । ক'দিন কোন পোষ্ট না করে অপেক্ষা করি বরং। আমাদের মত অধ্মদের জন্য উপযোগি পরিবেশ ফিরে আসি যদি, তখন না হ্য় শুরু করা যাবে আবার ।
সংগীসাথি-ভালো লাগা, খারাপ লাগা সকল ব্লগার সবাই ভালো থাকুন নিজের মত ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন