সামহোয়ার ইন, ফাকরুদ্দীন বাবুর্চি ও মাগনা খাবারের ঘ্রান

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ২০/০৪/২০০৭ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(লাক্কাতুরা চা বাগানের কুলীবস্তিতে হাড়িয়া গিলি কাঁচাছোলা আর ধবল জোছনা সহযোগে ।
কিরে আরিফ, যাবি নাকি ফিরে সেই সবদিনে? ফিরতে বল সব ঘরছাড়াগুলোকে, আয় আবার মাতাল হই, দেখি তামশা, দেখাই তামশা )
_______________________________________________

১৪১৪ সনের প্রথম প্রহরে তামশা দেখালো ভালোই সামহোয়ার ইন । ব্লগ দুনিয়ায় বেঁচেবর্তে থাকতে হলে নাকি 'ইউনিকোডিত' হবার
কোনো বিকল্প নেই ।
তত্থাস্তু মহাজনগন । 'ইউনিকোড ' কিরুপ সঞ্জীবনী দশমুলারিষ্ট, কি প্রকারে ইউনিকোডিত হতে হয়, তার কোনো ছবক
নাদান ব্লগারদের দেয়ার কোনো দায় 'তাহাদের' ছিলোনা। 'তাহারা' বলিলেন 'হও' , আর হইয়া গেলো । আমরা নাদানরাও হাছড়ে পাঁচড়ে
একজন আরেকজনকে ধরে টরে 'ইউনি' হবার চেষ্টায় আছি । কারন আমরা শেষপর্যন্ত বেঁচেবর্তেই থাকতে চাই, আঁতলামি করতে চাই,
রাজাউজির মারতে চাই, রমণীমোহন কাব্য করতে চাই, ধর্মপুত্তর যুধিষ্টির হতে চাই ।

এইদিকে কোন বালখিল্যে ,সকল নাদান ব্লগারের নাম পরিচয় হয়ে যায় 'কাংগাল' (হায় মরি মরি!!), এত এত পোষ্টের এত এত মন্তব্য
কোথায় গেলো, ফিরে আর আসবে কিনা? এইচ।টি।এম।এল কোড প্রকাশিত হয়ে বের হয়ে গেছে পুরনো পোষ্টগুলোর কংকাল, নিজের পোষ্টগুলোর
দিকে নিজেরই তাকানোর রুচি হয়না-- এই সব প্রশ্ন করা যাবেনা । প্রশ্ন করা গেলো, তো উত্তর মিলবেনা ।
কোন কোন অতি বুঝদার আবার ঝাড়ি মারতে ও ছাড়বেননা ' নাদানেরা , কি বোঝবে এই সব টেক ফেক? ' আরেক জন এসে ঠিকুজি বের
করবেন ' কি সৌভাগ্য নাদানদের । অমুকের ঝাড়ি এদের ফাটা কপালে? অমুক যে সূর্যদেব কতৃক প্রত্যায়িত'
আর বেশী কথা হলে তার ও টোটকা আছে । 'মাগনা খাওয়ার কৃতজ্ঞতা নেই? ' হাহাহাহা ............... ননটেক নাদানেরা আসলেই বড় অকৃতজ্ঞ ।
ইন্টারনেট পরিসেবায় 'সামহোয়ার' ছাড়া আর কেউ কোনোদিন কিছু মাগনা দিয়েছে নাকি? অতএব মাগনার খোঁটা তারা মাঝে মাঝে দিতেই পারেন ।
মাগনা বলে তোমাকে 'কাংগাল' বানিয়ে পরিহাস করতে পারেন, তোমার পোষ্টের মন্তব্য হাওয়া করে দিয়ে নিজেরা হাওয়া খেতে পারেন ।
বারবার মাগনা খাওয়ার কথাও মনে করিয়ে দিতে পারেন । তোমার কাছে এই সব স্রেফ 'ছোটলোকি' আচরন মনে হলে ও , উনারা কিন্তু মহাজন , কি আসে যায়?

আসলেই কি আসে যায়?

গনতন্ত্র পুনরুদ্ধারের নামে জরুরী অবস্থা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ । পুনর্বাসনের দায়িত্ব না নিয়েই উচ্ছেদ । খালেদা জিয়া কে বাইরে পাঠানোর পাঁয়তারা, হাসিনা কে দেশে ঢুকতে না দেয়া । জানতে ইচ্ছে করে এ কোন ন্যায়বিচার প্রতিষ্ঠা? খালেদা জিয়া অপরাধী হলে তার বিচার হোক,
হাসিনার বিচার হোক দেশের আদালতে । নির্বাসনে পাঠিয়ে কিংবা দেশে ঢুকতে না দিয়ে কিসের গনতন্ত্র প্রতিষ্ঠা?

জানি , 'সামহোয়ার ইন ব্লগ' এর মতো ' সামহোয়ার ইন বাংলাদেশ' এর মহাজনরা ও এসবের প্রশ্নের ধার ধারেননা । তাঁদের ও এঁদের মত কিছু ধামাধরা আছে , যারা এসে জনগন কে ঝাড়ি টাড়ি দিয়ে বলবে-- ' ইহাই আসলে খাঁটি গনতন্ত্র । মহাজনেরা তোমাদেরকে ইহা মাগনা দিচ্ছেন । কৃতজ্ঞ হও হে দেশবাসী'

তবে কখনো হঠাৎ কোনো অতি নাদান চি ৎকার করে ব্লে উঠতে পারে ' আমরা খাই বলেই তোমাদের এই সব মাগনা গুলো খাদ্য হয়ে উঠে । সবাই মিলে একদিন, কোনদিন বর্জন করলেই এইসকল সুখাদ্য কিন্তু আবর্জনা হয়ে যাবে '


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।