সম্মানিত ব্লগার আশরাফ রহমান ঝানু সাংবাদিক ।
ইরানের নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশে 'র' এর অপারেশনের মতো হাই সিকিউরড সব তথ্য তার কাছে আছে ।
এহেন 'টপরেটেড' সাংবাদিকের কাছে কেবল একটা তথ্য নেই ।
রাজাকার , আল-বদরের নেতৃত্বে কারা ছিলো? তথ্য না থাকায় ভদ্রলোক দালালদের নাম বলতে পারেননি ।
আমার মতো অভাজনের কাছে জানতে চেয়েছেন । আমি আমার সাধ্যমতো জানালাম ৭১ এ ঘাতক দালাল কয়েকজনের নাম ।
সহব্লগার গন আশঅরাফ রহমানের সদিচ্ছাকে সম্মান জানিয়ে আপনারা এ তালিকা দীঘায়িত করতে পারেন ।
------------------------------------------------------
১। গোলাম আজমঃ কেন্দ্রীয় শান্তিকমিটির সদস্য ।
২।মতিউর রহমান নিজামীঃ ইসলামী ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর পাকিস্তান প্রধান
৩।আলী আহসান মুজাহিদঃ আল-বদর বাহিনীর পুর্বপাকিস্তান প্রধান
৪।মোহাম্মদ কামারুজ্জামানঃ আল-বদর বাহিনীর প্রধান সংগঠক
৫।চৌধুরী মইনুদ্দীনঃ বুদ্বিজীবি হত্যাকান্ডের অপারেশন ইনচার্জ,
জামাতের সাপ্তাহিক দাওয়াত পত্রিকার সম্পাদক ।
(আপাততঃ এই পাঁচটা । আরো চলতে পারে)
এ ছাড়া ইউকিপিডিয়া বলে, রাজাকার বাহিনী গঠিত হ্য় প্রথম খুলনায়, মে ৭১ এ, ৯৬ জন জামাতের কর্মী নিয়ে - তৎকালীন পুর্বপাকিস্তান জামাতের সহকারী আমীর এ কে এম ইউসুফের নেতৃত্বে ।
-------------------------------------------------------------
****আশরাফ রহমানঃ- ঝানু সাংবাদিক ও ইসলাম পসন্দ মানুষ আপনি । আমার দেয়া তথ্যে কোন ভুল আছে কিনা, দয়া ক্রে জানিয়ে যাবেন ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন