যতবার আমি তোমার ঠোঁট

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২২/০৪/২০০৭ - ৬:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

যতবার আমি তোমার ঠোঁট তুলে নেই
আমার ঠোঁটের ভেতর-
দীর্ঘ বিরহের পর,

ততবারই মনে হয়, যেনো এক
প্রেমের চিঠি পোষ্ট করেছি
লাল ডাকবাক্সের ভেতর । ।

[ কার লেখা, সেটা মুখ্য নয় । তবূ কোন একদিন অবসরে, অবসর সত্যি এলে পরে কোনদিন- তাকে নিয়ে ও না হয় লেখা যেতে পারে কয়েক ছত্র ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।