জীব্রান সহযোগে সাম্বুকা(পেগ আনলিমিটেড) ৎৎ হযবরল 'র জন্য

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ০৫/০৫/২০০৭ - ৭:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগীয় অপরবাস্তবতায়, ঠিক সে রকম বন্ধুতা গড়ে উঠে কিনা জানিনা । জানিনা, অথবা জানি ।
সামহোয়ার ইন কে ঘিরেই তো এরকম জানা শোনা হয়ে গেলো বেশ । কিছু নতুন বন্ধুকে পেয়ে যাওয়া, কোন কোন পুরনো বন্ধুকে ফিরে পাওয়া ।
এই সব গল্প ভিন্ন মোড়কে করা যেতে পারে আরেকদিন ।
আজ শুধু বলি, সেই শুরুর দিনে যার সাথে বন্ধুতা গড়ে উঠতে দ্বিধা হয়নি একেবারেই, প্রিয় ব্লগার 'হযবরল' সেই জন ।

আজ 'হযবরল' এর জন্মদিন ।
শুরুর দিকের অনেকগুলোর দিনে, আমরা কহলীল জিব্রান নিয়ে মেতে ছিলাম ।

আজ ক ছত্র জিব্রান প্রিয় হযু'র জন্য আবারো, সাথে কফিবীনের উপর জ্বলে উঠা নীল আগুন সহ সাম্বুকা ( পেগ আনলিমিটেড) .........

-----------------------------------------------------------------

। ।
নিজেদের ওজন আর ক্ষমতা সম্পর্কে
যথাযথ ধারনা না থাকলে,
আমাদের জোনাকীর সামনে ও ভীত
হয়ে দাঁড়িয়ে থাকতে হবে
যেমন আমরা সূর্যের সামনে
প্রশ্নাতীত ভাবে দাঁড়িয়ে থাকি চিরকাল----
। ।

। ।
যদি তোমাকে একান্তই পক্ষপাতহীন এবং
সরল হতে হয়,
সুন্দরভাবে তাই হয়ে যাও, না হলে
বরং চুপটি করেই থেকো,
কেননা দেখো, আমাদের পাশেই একজন
মারা গেছেন--------
। ।

।।
তোমার গোপনতম কথাগুলো নিভৃতে
বাতাসের কানে উন্মোচিত যদি কর, অতঃপর
বাতাসকে দোষ দিওনা,
যদি বাতাস বৃক্ষের নিক্টে গিয়ে
সেই সব উন্মোচিত করে...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।