গোলাম আজম, নিজামী,মুজাহিদী, কামারুজ্জামান- এই গংয়ের ভেতরে মিল কিসে কিসে?
এ উতত্রের জন্য কুইজ মাস্টার হতে হয়না, দালাল ও দালালের বাচচা না হলেই চলে ।
এরা সবাই দালাল এটা একটা মিল । আরেকটা মিল এদের টুপি, দাড়ি আছে । এবার এই দালাল চরিত্রগুলো চিত্রায়ন করতে গেলে-নাটকে গল্পে সিনেমায়, দাড়ি টুপি দেখানো হলে- সেটা ইসলাম বিদ্বেষ হয়ে যায় কোন মজমায়?
নাজিদের চিত্রায়ন করতে গেলে যেমন স্বস্তিকা আসবে, আসবে ডানহাতের স্যালুট তেমনি '৭১ এর ঘাতক দালালদের ক্ষেত্রে আসবে সেই সব কষ্টিউম যা তাদের ভেতর কমন ছিলো ।
দাড়িটুপিওয়ালা মাওলানা ভাসানী কিংবা আব্দুর রশীদ তর্কবাগীশ কে কেউ দালাল বলবেনা- দাড়িটুপিওয়ালা দালাল বলতে গোলাম আজম, নিজামী, মুজাহিদী, কামারুজ্জামানদেরই বোঝায় ।
যে নাটক, সিনেমা, সাহিত্য দালালদের চেহারা ছবি তুলে ধরে তার প্রতি দালাল ও দালালের বাচচাদের এতো ক্ষোভ কেনো? ক্ষোভ থাকাটাই স্বাভাবিক । কারন তারা মিশে যেতে চায় । মিশে যাওয়ার চেষ্টা করছে বহু বছর থেকেই ।
তাই যা কিছুই তাদের চিহ্নিত করে, তাকেই তারা আক্রমন করে । আর ঢাল হিসেবে তো আছেই ইসলাম । তবে খুব একটা কাজে লাগেনা কিন্তু এই ঢাল ।
বাংলাদেশের সংস্কৃতিতে যেমন 'রাজাকার' শব্দটাই একটা বিশেষ অর্থবহন করে, তেমনি 'রাজাকার' বললেই কিছু বিশেষ চেহারা ছবি ভেসে উঠে- এবং তা চলবেই ।
দাড়িটুপি ওয়ালা দালালদের ট্রেন সেই ৭১ এর ডিসেম্বরেই লাইন থেকে ছিটকে গেছে ।হাচড়ে পাঁচড়ে কতো চেষ্টা বেচারাদের, তবু যদি কোনো গতি হয় ।
মন্তব্য
ওয়েল সেইড
নতুন মন্তব্য করুন