লার্জ পেগ সাম্বুকা,গুটিকয় কফি বিন
জ্বলেছে নীলাভ শিখা,আমি অর্বাচীন
কিছুটা প্রতীক্ষা, - পানের নিয়ম তাই
নিয়ম ভূল করে আগুনে হাত বাড়াই ।
আগুনে পুড়েছে হাত,স্বদেশের মুখ
বহুবর্ন প্যাকেট মোড়া যুগের অসুখ
অসুখ খেয়েছে প্রেম, স্বপ্নেরা খুন
সেই শোকে পান করি তরল আগুন ।
***২১ মে শেষ প্রহর । বিলেতের ঘড়ি ।
মন্তব্য
আটবছর!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হযবরল'র উধোবুধোর লাইন না ধরলে বয়স খালি বাড়তেই থাকবে।
অজ্ঞাতবাস
আহ্ পানপর্ব! পান নাই, পর্বও নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
ফিরার উপায় নাই।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নতুন মন্তব্য করুন