অপারেশন ষ্টক-এন-ট্রেন্ট, কাজী বাছিতের দাড়ি ও মাতাল রাতের ইতিকথা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
গতকাল যখন আমরা ষ্টক-এন-ট্রেন্ট এ এসে ঢুকলাম, সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন । আমরা এসেছি ম্যানচেষ্টার থেকে । ম্যানচেষ্টার এ রাসেলের আবাস ।
আমি এসেছি দুপুরে, কাজী বাছিত সকালে বার্মিংহাম থেকে । ৯১-৯২ এ এম সি কলেজের জাসদের চ্যালা ছিলো এখন তাবলীগের পান্ডা । দাড়ি একাই রেখে দিয়েছে কয়েকজনের । ভালো চাকরী করে এখানে ,একটা ফিন্যান্স কোম্পানীর এসিস্টেন্ট ম্যানেজার ।
কিন্তু রয়ে গেছে সেই আগের মতোই । বন্ধু অন্তপ্রান । বন্ধুর বন্ধুর জন্য ও যেকোনো ঝুঁকি নেয়ার ছেলেমানুষী করতে পারে এখনো ।
সৈয়দ রাসেল ও তেমনি । পলাশের ওপর হামলাকারীদের একটা টেকওয়ে আছে, টেকওয়েতে কোনো সিসিটিভি নেই, ষ্টক এর পুলিশ খুবই গা ছাড়া, হামলা-পাল্টা হামলার ঘটনা সপ্তাহে দু' চারটা ঘটেই- সব তথ্য রাসেলের জোগাড় করা!

ষ্টক থেকে ম্যানচেষ্টার ফিরে আসতে আসতে রাত প্রায় এগারোটা । রাসেলের সেভেন সিটারে আমি , বাছিত, পলাশ ও লন্ডন থেকে যাওয়া পলাশের আরো দুই বন্ধু । পলাশ সুস্থ হয়ে উঠেছে , ষ্টক ছেড়ে চলে এসেছে পুরোপুরি, চলে যাবে গ্লাসগো ।
আজকের পর ষ্টক আর আমাদের কারোর জন্য নিরাপদ নয় । আমি অবশ্য অনেক অনেক দূরে ।
ছুন্নতি দাড়িমুখে তাবলীগি কাজী বাছিত , হাতে লোহার রড, টেকওয়ের গ্লাস ভাংগার শব্দ-- সে এক বড় জটিল কোলাজ সময়টা টানটান উততেজনার ছিলো, নয়তো ছবি তুলে রাখা যেতো ।

২।
সৈয়দ রাসেল একদা বড় পানপ্রিয় উচ্ছ্বল তরুন ছিল। লন্ডনী কন্যার গলায় ঝুলে সে মৃতপ্রায় গৃহস্ত হয়ে গেছে । তবু পানের পিয়াস সহজে ভুলার নয়, পিয়াসী মাত্রই জ্ঞাত ।
তাই পানপর্ব নিরুপদ্রব করার স্বার্থে রাসেল তার মুসল্লী বৌকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ী ।
দুই রুমের ফ্লাটে তুমুল হল্লা চলছে ।
তাবলীগের হুজুর বয়ান করছেন - পরকালে কোন দোযখে এইসব পানাসক্ত পাপীদের স্থান হবে আর তিনি কি করে কোন বেহেস্তে কতো নম্বর হুরপরীতে উপগত হবেন আর সিক্ত হবেন শরাবান তহুরা নামের শ্রেষ্ঠ পানীয়তে!

একফাঁকে এইসব পাগলামী আমি লিখে রাখি ব্লগের পাতায়, জুনের ২ ভোর ৩টা বেজে ৫০ মিনিটে ।
আজকেই প্রত্যেককে ফিরে যেতে হবে আবার নিজ নিজে আস্তাবলে । কে জানে আর কবে দেখা হয়, আর কবে এই সব পাগলামি, আর কবে কোন দুর্বিপাকে কার বাড়ানো হাত ছুঁয়ে মনে হবে- এইতো বন্ধুর হাত, এই হাত ছুঁয়ে বেঁচেছিলাম একটা জীবন ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।