প্রায় সপ্তাহখানেক বেশ ঘোরাঘুরি হলো ।
স্কটল্যান্ডের নর্থ-ইষ্ট কোষ্ট ধরে অনেকদুর যাওয়া হয়েছিলো । গিয়েছিলাম মুলতঃ নগরী ডান্ডি । ডান্ডি দাঁড়িয়ে আছে টে নদীর মোহনায়, যেমন আমাদের চট্রগ্রাম কর্নফুলীর তীরে । আমরা নগর আর মোহনা ছাড়িয়ে বেশ অনেক দূর পায়ে হেঁটে এগিয়েছিলাম উত্তর সাগর বরাবর ।
টে নদী পেরিয়ে গিয়েছিলাম সেন্ট এন্ড্রুস । এক অদ্ভূত সুন্দর জায়গা । ১৫ শতকে গড়ে উঠা স্কটল্যান্ডের প্রথম বিশ্ববিদ্যালয় কিংবা পৃথিবীর সবচেয়ে প্রাচীন গলফ কোর্স শুধু নয়,আমাকে মুগ্ধ করেছে সেন্ট এন্ড্রুস এর রহস্যময়তা । উত্তাল সাগর, বিস্তৃত বেলাভূমি আর সাগর থেকে উঠে আসা কুয়াশা-- অদ্ভূত অসহ্য সুন্দর ।
এইসব সুন্দরের মুখোমুখি দাঁড়ানো পবিত্র বেদনার মতোই মোহময় । অরুনাচলের বোমডিলা উপত্যকায় দাঁড়িয়ে একবার এরকমই মনে হয়েছিলো আমার-- যেনো বিস্মৃত হয়ে গেছি সব । আমার কোন অতীত নেই নেই কোনো ভবিষ্যত । গিয়েছিলাম অরুনাচলের মেয়ে মাইলা তারিয়াং এর আমন্ত্রনে । মুহুর্তের জন্য মনে হয়েছিলো- কি হবে ফিরে গিয়ে ইট কাঠের নোংরা বস্তিতে? একটা জীবন কাটিয়ে দেয়া যায়না এই অসহ্য সুন্দরের কাছে নিজেকে সঁপে দিয়ে?
হায় ফিরে আসতে হয় ।
খন্ডিত,ভংগুর মানুষ- নিয়তির কাছে ফিরে আসতেই হয় ।
(টেষ্ট হিসেবে কিছু ছবি একসাথে পোষ্ট করলাম । ফাঁকে ফাঁকে আরো কিছু করা যাবে)
মন্তব্য
এই বোধ বড় পোড়ায়। বিষন্ন করে...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি গ্লাসগো বিষয়ে একটু আগ্রহী হইছি কয়দিন ধইরা...ঐদিকে যান নাকি?
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
ছবি, পোস্ট দুটোই অসাধারণ।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এত কমে মন ভরে না।
আরো বেশি করে লিখেন।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কাঁচা হাতের ক্যামেরা থেকে ঝরা । অতি সাধারন ডিজিক্যাম । যা দেখছি পটাপট ।
এতো এতো ঝানু ছবিওয়ালার মাঝে এইসব ছেড়ে দিতে একটু দ্বিধা ছিলো বটে :)
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মন ভরাতে হলে চোখ ভরাতে হবে বিগ সি ।
এই সুন্দর গুলো আসলে ক্যামেরায় ধারন করা যায় না । আর চোখে যা গ্রহন করা হয়, তার সব লেখায় অনুবাদ ও করা যায়না ।
নেক্সট সামারে আসেন, পুরো স্কটদেশ র্যাকি করি । কোস্টাল লাইন গুলো পায়ে হেঁটে চক্কর দেই । কিছু ওজন ও কমলো :)
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
প্রস্তাব খারাপ না। আচ্ছা আগে এই সামার যাক। তারপর বিবেচনা করি।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বস পোস্টান না কেন? প্রতিদিন আপনার একটা পোস্ট পড়তে না পারলে মনে হয় কি যেন একটা খুব জরুরী কাজ করা হয় নাই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
গল্প আসছেনা ।
কবিতা ও ধরা দিচ্ছেনা । রাজনীতিতে অবসাদ ।
কবিতা পড়ছি যদি ও । পরিকল্পনা আছে একটা অনুবাদ সিরিজ করার । দেখি কি দাঁড়ায় ।
সবই তাঁর ইচ্ছে যিনি নেই আদতে :)
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন