বোবা আদালতে বিচারকগন বধির ।
শিকারী কুকুরের লালা ঝরছে আর
মহামান্যগনের চোখের সামনে ঝুলছে
কালো নিগারের পাথুরে শরীর ।
শুনেছি ভীষন অপরাধী,ভয়ংকর খুনী
অবশ্য তাহারাই শুনিয়েছেন সব,দন্ডিতজন
নির্বাক নিয়মতান্ত্রিক, নির্বিবাদে ।
নিথর দুপা বাতাসে দুলছে যেনো কাকতাড়ুয়া,
কাক কে তবে?
তারা বুঝি?- হাসলেন যারা,শেষ আর্তনাদে!
আমি তো চিনিনা এই কালো মানুষ ।
আমি তো জানিনা ঐ সাদা মানুষ ।
জেনেছি কেবল - এক হাত কালো,
আরেকটা সাদা । এ আমারই,আমিই শেকলে
বাঁধা । আমিই আর্তনাদ, বিক্ষত লাশ ।
আমিই হেসে উঠি, বিভৎস উল্লাস ।
আর যদিনা কোনোদিন বদলায় এই দিন
খুন করে যাবো আমিই,খুন হবো প্রতিদিন । ।
***
***
কবিতার আদি জনক , সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী আমেরিকান কবি Kenneth Patchen ।
কবি ও চিত্রশিল্পী কেনেথ ছিলেন 'বিট' জেনারেশনের কবিদের অনুপ্রেরনা । এলেন গিন্সবার্গরা তাকে গুরু মানতেন ।
Kenneth Patchen মারা যান সম্ভবত: 1970 কিংবা 71 এ ।
মন্তব্য
খুন করে যাবো আমিই, খুন হবো প্রতিদিন।
শেষের লাইনটা বেশ শক্তিশালী।
--
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আপনে এত ভাল অনুবাদ করেন কিভাবে????
কাক কে তবে? -- কঠিন প্রশ্ন!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
চমৎকার অনুবাদ কিংবা ভাবানুবাদ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অসাধারণ!!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন