ও মামারে...

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ২১/০৮/২০০৭ - ৭:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ও মামা রে...ও মামা রে...

মামা কতো কথা বলে রে...
এতো এতো কথা তো শুধু মুখ দিয়ে বলে কুলায়না
তাই মামা কথা বলে ভিন্ন মাধ্যমে ও বটে ।

কি এতো কথা?
কি কথা বলে মামা?

(সচলগন শূন্যস্থান পুরন করুন,আপনার মনের মাধুরী মিশিয়ে)


মন্তব্য

রেজওয়ান এর ছবি

মামা বলে থুক্কু
রং নাম্বার
পালাই পালাই

××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

মুহম্মদ জুবায়ের এর ছবি

শূন্যস্থান আর রাখলেন কোথায়? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

কার্টুনের ক্যাপশনে একটু খালি জায়গা আছে। ওটা যদি শূন্যস্থান হিসেবে না মানেন তবে তো মামাকে বস্ত্রহীন করতে হবে। তাহলে যদি মিলে....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

মামাদের বচন তো বদন নির্গত নয় ।
থুক্কু বলে কিন্তু শুরু করবে আবার চোখ টিপি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হযবরল এর ছবি

মামা সব মাধ্যমেই কথা বলে, 'বাগযন্ত্র' ছাড়া ।

অছ্যুৎ বলাই এর ছবি

"আমি বলতে চাই যে, লেফট!"
"আমি বলতে চাই যে, রাইট!"
"আমি বলতে চাই যে, উফ টাইট!"
"বদনা লেকে আও জলদি!"

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

আরে, কত কথা বলে জলপাই মামা-রে,
বলি- ওই ব্যাটা, চিনিস তুই আমারে?
খুব করে চেপে ধরে কলার আর জামারে।

তবে ভাগ্নেও ত্যাদোড় কম না,
পেয়েছিস বুঝি তুই এরশাদ জামানা?
ভালো চাস- কলার থেকে হাত নামানা।

মামার রাগ যায় খুব বেড়ে,
ভাগ্নেরা সব হয়ে গেছে এঁড়ে,
শাসাতে হবে কিল ঘুষি মেরে।

ভাগ্নেরা এক হয়ে চেপে ধরে মামাদের,
ক্যাম্পাস ছেড়ে যাবি, এক দাবী আমাদের।

মামারাও বুঝে গেছে দিন গেছে পাল্টে,
কচু গাছে ফাঁস দেবে এই ইনসাল্টে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জ্বিনের বাদশা এর ছবি

মামা বলে ভেবেছিনু বেড়ালের ছানাকে
খোঁচা দিয়া দেখি ক্যানে 'ম্যাঁও'কহে আমাকে।
জলপাই ডাল দিয়া খোঁচে' শুধু একবার,
ম্যাও নহে, শুনিল সে ব্যাঘ্রের চিৎকার হাসি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।