।। প্রথম পাঠ ।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২৯/০৮/২০০৭ - ৬:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধুরা গিয়েছিলাম চাঁদের পাহাড়ে জ্যোৎস্না কুড়োতে,
জ্যোৎস্নার রং নীল-একই বর্ণ বেদনার জল;
তখনো দীক্ষিত নয়, বোকা বালকের দল ।

চাঁদের বুকে মুখ ,নিয়েছিলাম জ্যোৎস্নার ঘ্রান
হা ইশ্বর, হা প্রভূ--ক্ষরণেই তবে নির্বাণ?

জ্যোৎস্না গাহন শেষে ফিরেছিলাম বালকের ও অধিক,
কেউ কেউ গান্ধর্ব হয়েছিলো--বাকীরা সেয়ানা বনিক ।।

***
***
ক্ষমাপ্রার্থী সম্মানিত সচল গন ।
পুরনো লেখা স্থানান্তর করলাম ।
ভীষন ব্যস্ত দিনকাল । তবু সচল থাকার অক্ষম প্রচেষ্টা ।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

ক্ষমাই পরম ধর্ম। তবুও ক্ষমা করলাম না। ব্যস্ততা কমলে নিয়মিত হোন। আর পুরান লেখা দেয়ার সময় খুব পুরনো, একেবারে প্রথম দিকের পোস্ট দেন। অনেকে সেগুলো পড়ার সুযোগ পাবে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

জ্বিনের বাদশা এর ছবি

উপাদেয় হয়েছে যথারীতি ,,,আরো আরো আসুক ,,, নতুন, পুরোনো, সব
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অতিথি(এহেছান লেনিন) এর ছবি

সচল থাকার অক্ষম প্রচেষ্টাকে সাধুবাদ। আগে পড়েনি বলে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ হাসান মোরশেদ।

অমি রহমান পিয়াল এর ছবি

তাইতো কই
এই লেখা আগে কথায় পড়ছি!!


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

নিঘাত তিথি এর ছবি

গতকাল থেকে অনেক লেখা আসছে সচলে, ভালো লাগছে। প্রিয় হাসান ভাইয়ের দারুণ কবিতা দিয়েই পড়া শুরু করি বাকিগুলোও।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল ছিল লেখাটা। থাম্বস আপ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

চাপাবাজির জন্য নিন্দা জানিয়ে শূন্য দিলাম।

হাসান মোরশেদের জন্য কিছু না করেই ১ পৃষ্ঠা লেখা কোন ব্যাপার না।এর চেয়ে বেশি ব্যস্ততায় উনাকে আগে বহুবার লিখতে দেখেছি।

পুরানা লেখা চাই না।

-----------------------------------
ঢাকার ভূমে ফিরেছে একাত্তর/প্রস্তুতি নে,সময় হলো তোর..

আপন এর ছবি

হাসান ভাই পুরনো যখন দিচ্ছেনই জিব্রানের প্রোফেট থেকে নেয়া অনুবাদগুলো তুলে দিন না। ব্লগে আপনার ওই প্রথম দিককার লেখাগুলো এখনো আগের মতো মুগ্ধতা নিয়ে পড়ি...

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

সুমন চৌধুরী এর ছবি

তো এই হইলো ঘটনা...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা সকলে ।

পুরনো বলিয়া তারে দূরে ঠেলিয়া দিওনা হে বন্ধু@আরিফ

জীব্রান নিয়ে একটু অস্বস্তি আছে । মৌলিক অনুবাদ নয় হাসি । শক্তি ও মুকুল গুহের অনুবাদ পড়ছিলাম সে সময় । পড়তে পড়তে নিজের কিছু কিছু জুড়ে দিয়েছিলাম @ আপন

হুম,ঘটনা তো এরমই ঘটে @চৌধুরী

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।