মেয়েটিকে বাঘে ধরেছিল ।। সুমাত্রা রহমান এর কবিতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০৪/০৯/২০০৭ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

.
ধানক্ষেত আল বেয়ে যেই সে নেমেছে একা ঢালের গভীরে,
তখনই তাকে ও এক জাপটেছে ডোরাকাটা পতন গভীর

দেখেনি তা কাকপক্ষী...
ধানক্ষেত?
সে দেখেনা । সে তো বড় মৌন উদাস

দূরের বিন্দুগ্রাম সে জানেনি নির্জন মাঠ প্রান্তে একটি দুপুর
কিভাবে বাঘ হলো-কাকে খেলো-কে এলো প্রেতনী
হয়ে গ্রামে

তবু হাওয়া বয়ে গেছে বটের তলায়-হুকো লুপ্ত হলেও
তা বিড়ির ধোঁয়ায়-পিঁপড়ে ,কথায়...
বাঘ সে নমস্যজাত-ডোরাকাটা
মেয়েলোক ফ্যালগে ভাগাড়ে ।

***
***

কবিপরিচিতিঃ
---------------

'মাস্তুল'-- ক্ষীনদেহী ছিমছাম সাহিত্যপত্রিকা হাতে এসে পৌঁছেছিল মাস কয়েক আগে । 'মাস্তুল' সিলেট থেকে প্রকাশিত হয় । 'বন্ধুসভা' বন্ধুরা বের করেন । প্রথম সংখ্যা হয়েছিল বেশ কয়েকবছর আগে । আমি নিজে ও জড়িত ছিলাম আকারে প্রকারে, সম্ভবতঃ নজমুল আলবাব সম্পাদনা করেছিলেন ।

ও না । সম্পাদক ছিলো রিয়াদ । রিয়াদ আউয়াল । আমাদের আরেক সুহৃদ ।

এটা দেখছি তৃতীয় সংখ্যা ।
নজমুল আলবাব,সজল ছত্রী এরকম পরিচিত(এবং অবশ্যই ভালো লাগা) লেখকদের লেখাপাঠ শেষে 'মাস্তুল' তুলে রেখেছিলাম । পুরোটা পড়া হয়ে উঠেনি ।

নিজের লেখালেখি হচ্ছেনা । একেবারেই হচ্ছেনা । মাঝেমাঝে লেখা না হলে,পড়ার সুযোগ মেলে । মাঝে মাঝে লেখা এবং পড়া দুটোই অসহ্য ঠেকে । কি হয় লেখে,কি হয় পড়ে এরকম ত্যাঁদড়ামী মাথা ছাড়া দিয়ে উঠে ।

পুরনো কাগজপত্র উলটে পালটে দেখছি । 'মাস্তুল' বের হয়ে এলো কোন ফাঁক থেকে । প্রথম থেকে শেষ পড়ে ফেললাম।

সুমাত্রা রহমান এর কবিতাটা ভালো লাগলো ।
কে তিনি? জানি না ।
হয়তো কোনো বন্ধুর ছোটবোন,কোন ছোটভাইয়ের বান্ধবী, একযুগ আগে আমাদের আড্ডায় বড়বোনের হাত ধরে আসতো এমন কোনো পিচিচ ।

অথবা আমার অনুমানের সম্পুর্ন বাইরের অন্য কেউ ।
সে যেই হোক ।

ভালো লাগা কবিতা এক তুলে রাখলাম নিজের ব্লগে, এই যা ।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

প্রথম মাস্তুল সম্পাদনায় আমি ছিলামনা। মনে হয় রিয়াদ ছিল। সংশোধনটা দাও মামা।

সুমাত্রারা একেবারেই নতুন। এরা নিজেদের মত করেই বেড়ে উঠেছে এবং যুক্ত হয়েছে মুক্ত প্রাণের মিছিলে। এরা ঠিক বন্ধুসভা বা ফোরামের মানুষ না।

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

সংশোধন দেয়া হলো মামু ।
যাক এখন তবে চতুর্থ প্রজন্ম বেরিয়ে এসেছে । ভালো লাগলো জেনে । সজলের কিছু ভালো লাগা কবিতা ছিলো । লিখেনা এখন? যোগাযোগ আছে নাকি?
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

অবজেকশন ফ্রম অর্না:
মোরশেদ ভাই,মাস্তুলে আমার লেখাও ছিল হাসি

নজমুল আলবাব এর ছবি

এই মাস্তুলে তোর লেখা নাই @ অর্না

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

অর্ণা আপু'কে সালাম হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

আপনারা ঘরের লোকজন আগে স্মৃতিগুলান ঠিক করেন একটু নস্টালজিক হইয়া। চাল্লু
তারপর আমরা শুনি।

সুমাত্রা রহমান আসলেই কে - বের করার আসলেই কোন উপায় নেই?
না থাকলেও কিছু যায় আসে না।
কারণ, কবিরা থেমে থাকেন না। রচে যাচ্ছেন হয়তো কোথাও কোন শব্দের খেলা।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।