পানপর্ব-৩

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ৩০/০৬/২০০৭ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:



মধ্যরাতে হঠাৎ করেই শহর মাতাল
উলটে দিলাম দাবার ছক,হিসেব-নিকেশ
উলটে গেলাম নিজেই এবার, হা-পিত্যেশ
এবার তবে বৃষ্টি নামুক, আকাশ-পাতাল ।

উদাস মেঘে জলের সিঁদুর,বিবর্ন রং
ও মেয়ে, তোর চোখে দেখি বিজ্ঞাপনের ঢং
শরীর খুলে ঘুঘু ঢাকিস,চড়বে ভিটায়
রসুন বুনে খাজনা দিবি, সময় কোথায়?

সময় নাকি চড়কা বুড়ি? চাঁদ হয়েছে লাল?
মধ্যরাতের সেই সময়ে -শহর হলো মাতাল !!

20 ফেব প্রথম প্রহর ।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

সবার আগে স্বাদ নিয়ে গেলাম।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

এটা পুরনো তো ঝরা ।
ওখান থেকে নিয়ে আসছি । তোমার 'অভ্র পথিক' ব্লগে চমৎকার কিছু কবিতা ছিলো । ওগুলো এখানে নিয়ে এসো । একজায়গায় পড়া যাবে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

এটা পুরনো তো ঝরা ।
ওখান থেকে নিয়ে আসছি । তোমার 'অভ্র পথিক' ব্লগে চমৎকার কিছু কবিতা ছিলো । ওগুলো এখানে নিয়ে এসো । একজায়গায় পড়া যাবে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

চিন্তা করছি। পাবলিক ক্ষেপে যায় মনে করে ভয় লাগে। আপনার কোন লেখাই আমার কাছে কখনো পুরনো হবে না।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দ্রোহী এর ছবি

ওরে!!!!
পুরা সাম্বুকা!!!!

বস ইদানিং দারুন ফর্মে আছেন মনে হচ্ছে।

(সময় নাকি চড়কা বুড়ি? চাঁদ হয়েছে লাল?)এখানে "চরকা" হবে কি?
__________
কি মাঝি? ডরাইলা?

আরিফ জেবতিক এর ছবি

এইটা কি আপনার গোডাউন পেয়েছেন মান্যবর?
আপনার পুরোনো নাজিলকৃত আয়াত রাখার জন্যই কি এই মেগাবাইট গিগাবাইট স্পেসের ব্যবস্থা করা হয়েছে?

বয়েস অনেক হলো,এখন দয়াকরে একটু ফাকিবাজি কমান।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

দ্রোহী এর ছবি

জে.আরিফ ভাই

বস মানুষদের পুরান জিনিষও উপাদেয়।

হিমু দেখেন না পুরান মালের আড়ত খুলে বসে আছে!
__________
কি মাঝি? ডরাইলা?

ঝরাপাতা এর ছবি

দেখছেন তো বস জেবতিক ভাই থ্রেট দিয়া গেছে। আমাল ডল লাগে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পানের পরে এসব যুক্তির কথা কে শোনে...
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাশীদ এর ছবি

আগে পান করেছি তো কি হয়েছে!
এই বৈঠকখানায় আবার পান করে আবার মাতাল হলাম খুব!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।