যতক্ষন শ্বাস রয়েছে-ততক্ষনই আশ
এই আসে তো এই ভেংগে যায় ইশ্বরে বিশ্বাস ।।
ততক্ষনই কলংকভয়,মুখে ঝ্যাঁটার বাড়ি
যতক্ষন না সবার সামনে ন্যাংটো হতে পারি ।।
আকাশমুখো কুত্তা আমার ঘেউ ঘেউ ঘেউ ডাকে
সুযোগ পেলেই কামড়ে দেবে ইশ্বরআল্লাকে ।।
কামড়ে দিলেই মজার ব্যাপার,কেউ নেই কোত্থাও
ক্রশের থেকে নেমে ক্রাইস্ট বলেন,'বেটা আও ।।
ভুখ লাগে তো কাঁদিস কেন,খা না আমার হাত
পা খাবে তোর বালবাচচা,ঘুমোবি এক সাথ ।। '
দিক দিক দিকচক্র ঘোরে দিন যে বয়ে যায়
আমায় বলে'ছোট্ট রে তুই মস্ত হয়ে যা---' ।।
মস্ত হয়েছি মৌলা,আমায় কে করেছে ভর
সে বলে যায়ঃ সর্বদা তুই স্বপ্নে স্বয়ম্ভর ।।
যতক্ষন এই শ্বাস আছে তোর শীর্ষাসনে বাস
মাথার নীচে বসুন্ধরা,দু-পায়ে কৈলাস ।।
***********
***********
জয় গোস্বামীর এই কবিতা পড়লাম আবার,অনেকদিন পর ।
কেনো পড়লাম?
মন্তব্য
"সুযোগ পেলেই কামড়ে দেবে ঈশ্বরোআল্লাকে"
..................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
কেমন আছেন?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাবলাম, মাহবুব মুর্শেদের ব্যায়াম সংক্রান্ত পোস্টের ধারবাহিকতা, এসে দেখি ব্লাসফেমি! সচল সম্পাদক দুঃখপ্রকাশ করে বিবৃতি না দিলে জ্বলবে আগুন খতিবের ঘরে! তয় জয় গোস্বামী কোবতে জটিল লিখে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
গোস্বামী বেটা তো আবার মোহাম্মদ না । এরে কি মুরতাদ ঘোষনার সুযোগ আছে?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এটাই বড়ো সমস্যা এই আমাদের।
কেনো? না ভাংগে কি সকল সমস্যার সমাধান হয়ে যেতো?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
না ভাংলে ব্যক্তির সকল সমস্যার সমাধান হয়ে যেত বটে।
ছাগলের আর সমস্যা কী,দুই বেলার কাঠাল পাতা।
না হইলাম মানুষ,না ছাগল..এটাই সমস্যা এখন।
চতুস্পদে কি আর কোবতে বোঝে?
তাও আবার জয় গোস্বামী!
কাজেই, সমস্যা নাই। এই কবিতা খতিবে বুঝবে না।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন