.
'The Economist' এর এ সংখ্যা হাতে পেলাম আজ । মিয়ানমারের সাম্প্রতিক গনঅভ্যুত্থান নিয়ে ফিচার স্টোরী । হযরত আহমেদিনেজাদ'কে নিয়ে এই কার্টুন তামাশা ।
হযরত আহমাদিনেজাদ কে নিয়ে এইসব কী? হুজুরে আলাও আছেন দেখি।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
হিহিহি। ----------------------- আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী- সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সিরাম একটা কার্টুন................ কি মাঝি? ডরাইলা?
কাঙাবন থেকে কিন্তু কিছুদিন আগে একটা হুমকি দেয়া হয়েছিলো। যেকোন সময় নাকি ইরান থেকে মস্তকের ওপর পুরস্কার ঘোষিত হতে পারে। হুঁশিয়ার।
মন্তব্য
হযরত আহমাদিনেজাদ কে নিয়ে এইসব কী?
হুজুরে আলাও আছেন দেখি।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হিহিহি।
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সিরাম একটা কার্টুন................
কি মাঝি? ডরাইলা?
কাঙাবন থেকে কিন্তু কিছুদিন আগে একটা হুমকি দেয়া হয়েছিলো। যেকোন সময় নাকি ইরান থেকে মস্তকের ওপর পুরস্কার ঘোষিত হতে পারে। হুঁশিয়ার।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন