১৯৬৭'র অক্টোবরের ৯ তারিখে আর্নেষ্টো গুয়েভারা ডি লা সেরনা' কে যখন হত্যা করা হয় বলিভিয়ার এক জংগলে তার আগে মুহুর্তে তিনি উচচারন করেছিলেন-
I know you've come to kill me. Shoot, coward, you're only going to kill a man.
তারপর তাকে হত্যা করা হয় । নিহত শরীর হেলিকপ্টারে বেঁধে বলিভিয়ার আদিবাসী গ্রাম গুলোতে প্রদর্শন করানো হয় । সাংবাদিকদের ডেকে এনে ফটোসেশন ও করা হয় । হাতের কব্জী কেটে রাখা হয় প্রামান্য হিসেবে । এইতো!
সিআইএ'র স্পেশাল ফোর্স ও বলিভিয়ার সেনাবাহিনী চে গুয়েভারাকে ধরতে সক্ষম হয় আগের দিন বিকেলে । তার শরীর সার্চ করে একটা সবুজ ডায়েরী উদ্ধার করে । তাদের ধারনা ছিলো, এই ডায়েরীতেই আছে তার সব গোপন রণকৌশল ও গেরিলা টার্গেটের তালিকা ।
চে'র ৪০তম মৃত্যুবার্ষিকী সামনে রেখে বলিভিয়ার সেনাবাহিনী অবমুক্ত করে তাঁর সেই সবুজ ডায়েরী এবং একজন মেক্সিকান প্রকাশক তা প্রকাশের অনুমতি ও পান ।
তবে আশ্চর্য্য এই, সকল সময়ের সেরা এই গেরিলা যোদ্ধার সার্বক্ষনিক সঙ্গী ছিলো যে ডায়েরী তাতে না ছিলো কোন সাংকেতিক বার্তা, না ছিলো কোনো গোপন পরিকল্পনার খসড়া ।
ঐ ছোট নোটবুকে ছিলো ৬৯ টি কবিতা-যার অনেকগুলোই নিরীহ প্রেমের কবিতা মাত্র ।
সহযোদ্ধাদের কাছ থেকে আরো জানা যায়,আফ্রিকায় গেরিলা যুদ্ধের দিনগুলোতে চে এই ডায়েরী কিনেছিলেন তাঞ্জানিয়া থেকে । নিজের হাতে লিখে রেখেছিলেন প্রিয় কবিতাগুলো ।
যাদের কবিতা চে তার ডায়েরীতে তুলে রেখেছিলেন তারা হলেনঃ
এঁদের মধ্যে নেরুদার কবিতার সাথে বাংলাভাষী পাঠক বহুল পরিচিত ।
চে'র আরেক প্রিয় কবি পেরুভিয়ান César Vallejoর কিছু লাইন তুলে রাখছি ।
Sometimes I hit against all the againsts,
and for moments I’m the blackest height of the apexes
in the fatality of Harmony.
I know there is a person
who looks for me in her hand, day and night,
finding me, every minute, in her shoes.
Doesn’t she know that the night is buried
with spurs behind the kitchen?
I lose contact with the sea
when the waters come to me.Let us always depart. Let us savor
the stupendous song, the song expressed
by the lower lips of desire.
ব্যক্তি চে'কে হত্যা করা গেছে,তার প্রিয় কবিতাগুলো বেঁচে আছে এখনো । শোষনমুক্ত বিশ্বব্যবস্থার আমৃত্যু স্বপ্ন তাঁর ,বেঁচে আছে তো?
মন্তব্য
চে-র শোষনমুক্ত বিশ্বব্যবস্থার আমৃত্যু স্বপ্নটা বেঁচে আছে। স্বপ্নটাই বেঁচে আছে শুধু!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
স্বপ্নরা বেঁচেই থাকে.........শুধুই বেঁচে থাকে।
কি মাঝি? ডরাইলা?
চে এখন সারা বিশ্বে বিপ্লবের প্রতীক, কবিদের প্রেরণা। শ্রদ্ধা জানাই তাঁকে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
- স্বপ্নগুলো অমর, নশ্বর- বেঁচে থাকে চিরকাল।
একজন চে তো সেই স্বপ্নের মাধ্যমেই বেঁচে আছে সারা পৃথিবীর স্বপ্নকামী মানুষের মনে। হত্যা করা কি সম্ভব হয়েছে তাঁকে?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আচ্ছা অনেককেই বলতে শুনেছি (এদেশে) 'গেভারা'। আসলে উচ্চারণটা কি গুয়েভারা নাকি গেভারা? তা যাই হোক, ভালো লাগল।
- গুয়েভারা বুঝি ইংরেজী উচ্চারণে হয়। ঠাকুর যেমন করে ট্যাগর হয়ে যায় ওরকম। আসল উচ্চারণ, শে গেভারা। স্পেনিশের সম্বোধন সূত্রমতে সামনে একটা "এল" (যেমন : El Che) বসানো হয়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বেঁচে থাকুন চে।
চে এর জন্যে ভালোবাসা এই দিনে।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
লাল সালাম...
পাবলো নেরূদার কিছু অনুবাদ পড়েছিলাম...ভালো লেগেছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
যারা ভেতরে বৃদ্ধ হয়ে গেছে তাদের ভেতরে বেঁচে না থাকলেও
যারা তরুণ কিংবা যারা তরুণ হবে
তাদের ভেতরে থাকবে
একটি শোষণমুক্ত বিশ্বের প্রত্যাশ
আর চে
মাহবুব লীলেন
+৮৮ ০১৭১১৩১৮৩০৩
চে'রা কখনো মরে না, মৃত্যুই তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে। তাই স্বপ্নও বিলীন হয়ে যায় না, স্বপ্ন রয়ে যায় অজস্র চে'র অনুসারীর মাঝে।
হাসান মোরশেদ ভাই, নতুন করে কিছু জানতে পেরে ভালো লাগলো। আশা রাখি এরকম আরও লেখা আমরা পাবো।
ধন্যবাদ।
রক্তে নেবো প্রতিশোধ..
রক্তে নেবো প্রতিশোধ...
চে'র শক্তিতে জেগে উঠুক আগামী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মানুষ মরে, স্বপ্ন মরে না।
বিপ্লব দীর্ঘজীবি হোক।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
চে এখন আর চে নেই।তিনি এখন একটি ব্রান্ড মাত্র।
চে এখন সিগারেটের প্যাকে,বিয়ারের কৌটায় ,টিশার্টের সামনে,দেয়ালের পেছনের পোস্টারে এমনকি অন্তর্বাসের লেবেলেও আছেন।
চে শুধু আমাদের বুকে নেই আর।
বাণিজ্য!
রক্তের দাগ পেছনে যায় না!...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একজন চে আসলে একটা উদাহরণ...যেই উদাহরণ কোটি মানুষরে আন্দোলিত করে...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
বিপ্লবের আইকন হিসাবে চে'র জনপ্রিয়তা গণচৈতন্যে বিপ্লবের অস্তিত্ব প্রমাণ করে ....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমার ধারনা এই চেতনার থেকেও বেশি করে ফেলে পলায়নবাদী।সবাইকে নয়,তবে অনেককেই।
বিপ্লব আসবে এবং সেটা চে করবে,আমার কাজ হলো এটাকে সমর্থন করা শুধু,তাই আমি একটা পোস্টার ঝুলিয়ে দেই টেবিলের সামনের দেয়ালে।
চে'র ছবিঅলা টিশার্ট পরে রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে বসচা করে থাপ্পড় মারাটা নিত্য ব্যাপার হয় একারনেই।
আমার মনে হয় সুমন এবং জেবতিকের মতের মিলিত নির্যাসেই বিষয়টিকে দেখার সূত্র পাওয়া যায়।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ভালো লাগল লেখাটা।
Heh..and now "Che" is the biggest symbol of commercialism and imperialistic dictum in the world...Che's solemn face is drawn/sewed/printed/choreographed/embossed in more commercials and statutory products than George Washington. Talk about irony Besides, what one Argentine said or did in vein without thinking about shrewed strategy concerns me not Che could've shook hands with the CIA death squads, gathered intel on their AHEM! "assignments" and then "bang"...published them to the viral media madness we call "Internet" after 45 yrs. But NOOOO...like any other goatee wearing aatel revolutionist bent on so called "RED DAWN" ( which basically only came to fruition once in 1917 and never else. Damn you Bolshevik hope assassins), he had to go and fight em' hand to hand.
Well, my say is..Che and his bloated moronic soul can go fudge (fudge: an acronym for a curse word used in the animated tv-episode "SOUTHPARK") itself. If anyone doesn't like my opinion, then be my guest..bash my views as "Imperialistic "non-aziz super marketiyo", non-agonistic bull poo"..I'd be flattered.
শ্রদ্ধাসহ স্মরণ করছি।
আরিফ জেবতিক এর মন্তব্য ঠিক। তবে চে গেভারার মত বিপ্লবীই আবার সময়ের প্রয়োজনে চে গেভারার মত স্বপ্ন দেখায়। যদিও তিনি আর তিনি নেই তবুও স্বপ্ন দেখি।
সচলায়তনে বিভিন্ন দিবসে বিভিন্ন ব্যাণার দেখা গেছে। যেগুলা আসলে সময়কে ধারণ করে। কাজী নজরুল থিকা প্রীতিলতা... অনেক সুন্দর সুন্দর ব্যাণার দেখা গেছে এতদিন। প্রদর্শনীও দেখলাম।
তবে আজকে সারাটাদিন গেলো... ভাবছিলাম চে'রে নিয়া একটা ব্যাণার পাবো। পাইলাম না। কি আর করা।
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই,
চে গেভারার ব্যানারটা গত দুদিন ধরে সচল আছে। আপনার ব্রাউজারে ওটা কোন কারণে দেখাচ্ছে না।
আপনি ctrl+F5 চেপে ধরুন, দেখুন নতুন ব্যানারটা দেখা যায় কি না।
-
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আর্জেন্টিনার এক নিভৃত গ্রামে এক নতুন সন্তুর মন্দির আছে। গ্রামের সমস্ত মানুষ সপ্তাহে একদিন সেখানে সমবেত হয়ে প্রার্থনা করে মুক্তির। মুক্তির দেবতাকে তারা শ্রদ্ধার্ঘ্য দেয়। সেই সন্তুর নাম জানা যায় চে গেভারা।
সেই মুক্তির সন্তুপুরুষকে ভালবাসা জানাই।
চে'র মৃত্যু আমাদের অপরাধী না করে সঙ্কল্পবদ্ধ করে তুলুক।
এই পোস্টটা কেন প্রথম পাতায় নাই? হাসান মোরশেদকে অনুরোধ, একে কি প্রথম পাতায় আনবেন না?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ফারুক ভাই... যত্দুর মনে আছে এইটা গত বছরের মাল... প্রেরণ তারিখও তাই বলে... তাই বুঝি বর্তমানের প্রথম পাতায় নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ্যাঁ,এটা তার হত্যাদিনের লেখা ।
ফারুক ওয়াসিফ, কৃতজ্ঞতা খুঁজে পড়ার জন্য ।
অপেক্ষায় ছিলাম জন্মদিনে অন্য কেউ লিখুক ।
সুমন চৌধুরী লিখলেন ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন