গ্রীষ্ম আসার আগে থেকেই পরিকল্পনা হচ্ছিল কোন এক উইকেন্ডে এ সাগর পরিভ্রমনে বের হওয়া হবে । মেইনল্যান্ড বৃটেন ও আয়ারল্যান্ডের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আইরিশ সাগর ।
পরিকল্পনা হলো ভালো কথা,বাস্তবায়ন খালি পিছায় ।এই উইকেন্ডে আমার হ্যাঙ্গোভার,পরের উইকেন্ডে জোয়ানার পার্টি,তারপরের এন্ডে পিটারের নতুন গার্লফ্রেন্ড । এই করে সামার শেষ ।
এর মাঝে খবর পাওয়া এই সপ্তাহে না গেলে এই বছরের জন্য সাগরযাত্রা বন্ধ । নভেম্বর টু মার্চ যাত্রীবাহী বোট সাগরে নামতে পারবেনা ।
যাওয়া হলো শেষপর্যন্ত আজ ।
সাগর উত্তাল ছিলোনা । অক্টোবরের শেষ সপ্তাহ । সুর্যের আলো ও কমে আসছে
ঠান্ডা ছিলো বেশ । লাইফ জ্যাকেট পড়তে হয়েছিলো সবাইকেই
গল্প আড্ডা সমালোচনা ধান্দাবাজি চলছিলো সবই
উপকুলের কাছ ঘেঁষে একটা জায়গা অদ্ভুত সুন্দর ছিলো । জলের রং নীল নয়,সবুজ । পাহাড়ের বুকে ক্ষীনদেহী একটা ঝর্না ও ছিলো
গভীর সমুদ্রে বড় জাহাজ ও দেখলাম । কি জানি কোন দেশে যাচ্ছে । মনে পড়লো ছোটবেলা আমার নাবিক হবার খুব শখ ছিলো :)
মন্তব্য
আপনে কই? আপনার বান্ধবীদের কাউরেই ভাল লাগলো না। চেহারা সুন্দর না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আজকালকার পোলাপাইন বড় ইয়ে;)
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
উপভোগ্য প্রেজেন্টেশন। সবাই নীল জল দিগন্তে যায়। আমি কবে!
হ । আরো কেউ কেউ যায় দেখি ;)
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
প্রেজেন্টেশন চমৎকার।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এইভাবে বর্ণনা দিয়ে আর ছবি দেখিয়ে লোভ দেখানো ঠিক না
আমরা তো আর সাগরে যেতে পারি না যখন তখন
আমি ঘুরে এলাম গ্রাম আর বিল
যেখানে গেলে কোনো ছবি তুলতে ইচ্ছে করে না
কাউকে দেখাতে ইচ্ছে করে না
শুধু মনের মধ্যে গেঁথে রাখতে হয় দৃশ্য
আর দৃশ্যের সাথের মানুষ
এইভাবে পুরনো ক্ষতে ঘা দেয়া ও ঠিক না :(
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মাত্র কিছুদিন আগে আমারও চূড়ান্ত প্রস্তুতি ছিল কোথাও যাবার
কিন্তু হলো না
সব কিছু হয়ে উঠে না সব সময়
তাই কারো কোথাও বেড়াতে যাবার কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়
কারণ অনেকেই যেতে পারে না অনেকখানেই
শিমুল
কি জানি আমারো হয়তো অন্য কোথাও যাওয়ার কথা ছিলো,ইচ্ছে ছিল ।
ধন্যবাদ শিমুল ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুই লমুশি মিয়া, আমার অসুখ ধরলো আপনারে?
লগইন করেন।
আবার লিখবো হয়তো কোন দিন
ইনি সম্ভবতঃ অন্য শিমুল@সৌরভ ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমার এই শাহরিক জঙ্গল ছেড়ে চলে যেতে ইচ্ছে করে চিরতরে, মাঝে মাঝে।
আবার লিখবো হয়তো কোন দিন
হাসান ভাইয়ের সাথে আমিও কল্পনায় ঘুরে এলাম। পয়সা খরচা না করেই কিছু জায়গা দেখা হল।
নতুন মন্তব্য করুন