মেঘে মেঘে দেই ডুবসাঁতার ।
এপার ওপারে ভাসা থোকাথোকা কচুরীপানা ।
ফুল যেনো তার আল্পনা আঁকা পরীর ডানা ।
মেঘের মেয়ে,মেঘলা মেয়ে জলরেখা তো চেনা তোমার
এবার না হয় আমায় চেনো-কাজলরেখার ছেলে আমি
বাবা সুঁচকুমার ।
জামার বোতাম আলগা করো,মেঘের মেয়ে
মেঘলা মেয়ে জলবতী হও
তোমার জলেই ডুবসাঁতার ।।
মেঘের গান
|
ছবি কৃতজ্ঞতাঃ Laura
মন্তব্য
কবিরা মনে হয় এমনই.. ..
কেমন?
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
আমি কোন কবিতা পড়ে সবসময়ই এই দ্বন্দটা উপভোগ করি-- কবি কী ভেবেছিলেন ঐ লাইন লেখার সময়। এখন মনে হচ্ছে কবিরাও মাঝে মাঝে তার পাঠকদের বুঝতে সময় নেয়। হাসান মোরশেদ ভাইয়ের কমেন্টে আমার ভাবনার উত্তর আছে।
আয়হায়,প্রকৃতি ও শেষে কবিকুলের ব্যবচ্ছেদে!
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ব্যবচ্ছেদ নয়, ভেতরে ঢোকার প্রচেষ্টা। পড়ে আমার মনে হল কবি-মন না হলে এমনটি হয়না, আর সব (বা অধিকাংশ) কবির ভাবনা মনে হয় একই রকম।
মেঘে মেঘে ছুঁয়ে যায় মুগ্ধতার আকাশ..
ভাল্লাগছে খুব। চলুক আরও কবিতার মেঘে মেঘে ওড়া।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
একে তো ভার্জিন ট্রেনে বসে লেখা, তার উপরে ওরকম বৃষ্টিসম্ভবা মেঘ, ডুবসাঁতারের ইচ্ছে তো জাগবেই।
কবির কী দোষ!
আমি তাহলে এখন আমার মন্তব্যের স্বার্থকতা খুঁজতে পারি। এই কমেন্টটা মনে হয় সবকিছু বলে দিয়েছে
পাঠক ঈশ্বরের জন্য জাঝা
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ঠিকাছে
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন