নোনতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২৪/১১/২০০৭ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

.


'নোনতা এক.
নোনতা দুই..
নোনতা তিন...

-আমার ঘরে কে রে?
-আমি রে ।
-কি খাস?
-লবন খাই ।
-লবনের সের কত?
-এইটা ।
-কয়ভাই,কই বোন?
-পাঁচভাই,পাঁচবোন ।
-একটা বোন দিয়ে যা...
-ছুঁতে পারলে নিয়ে যা '


বোনকে ছুঁয়েছে তারা,তুলে নিয়ে ছেড়েছে বাজারে
আর সেও বেশ হর্ষে মেতেছে, ব্যথাবেদনা ভুলে
আমরা ভাইয়েরা আজ দেখতে যাবো রোশনাই
চামড়া বেঁচে কিনেছি টিকেট, মেরুদন্ড খুলে ।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

চামড়া বেঁচে কিনেছি টিকেট, মেরুদন্ড খুলে .....

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুমন চৌধুরী এর ছবি

হ্যা।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অনাবিল আনন্দ এর ছবি

আমরা বলতাম ...
নুনতা বলো রে, এক হলো রে
নুনতা বলো রে, দুই হলো রে

আমার ঘরে কে রে ....

দ্রোহী এর ছবি

চামড়া বেঁচে কিনেছি টিকেট, মেরুদন্ড খুলে । ...

অসাধারণ..... গুরু, অসাধারণ!


কি মাঝি? ডরাইলা?

মুজিব মেহদী এর ছবি

স্পর্শকাতর।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মৃন্ময় আহমেদ এর ছবি

.................................

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।