বৃষ্টিমগ্ন রূপকথা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৯/০৬/২০০৮ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

..

কোন কোন বৃষ্টির রাতে, ঘন অন্ধকারে
ভুল করে ট্রেন চলে যায়,হায় একাকী ষ্টেশন
ছোঁয়াহীন গাঢ়বেদনার অবয়ব । এইসব রুপকথা
হয়ে ফিরে আসে কোন কোন বৃষ্টির রাতে ।

পানশালার শেষবাতি নিভে গেলে, বিশুদ্ধ মাতাল
তাল ঠুকেঠুকে বৃষ্টির সুরে, বাড়ি ফিরে জেনে যায়
‘যে যায়,সে বড় দীর্ঘ যায় ‘ ।

কোন কোন বৃষ্টির রাতে, ঘন অন্ধকারে
ভুল করে তাকে মনে পড়ে যায়,হায় একাকী মানুষ
ছোঁয়াহীন গাঢ়বেদনার অবয়ব । এইসব রুপকথা
হয়ে ফিরে আসে কোন কোন বৃষ্টির রাতে ।



[ আর গান গায়- এরিক ক্ল্যাপটন ]

1118398870_Eric clapton - River of tears (rain)
1118398870_Eric cl...
Hosted by eSnips


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

কোন কোন বৃষ্টির সকালে, অফিসের পথ
ছোঁয়াহীন গাঢ় বেদনার অবয়ব, আর অফিসগামী পথিক জেনে যায়
‌যে যায়, সে বড় দীর্ঘ যায়।

আজকে অফিসে আসার ক্লান্তি নিয়ে লিখে ফেললাম... হাঃ হাঃ হাঃ

শেখ জলিল এর ছবি

পানশালার শেষবাতি নিভে গেলে, বিশুদ্ধ মাতাল
তাল ঠুকেঠুকে বৃষ্টির সুরে, বাড়ি ফিরে জেনে যায়
‘যে যায়,সে বড় দীর্ঘ যায় ‘ ।
....কবিতায় পানপর্বের দারুণ উপলব্ধি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নুরুজ্জামান মানিক এর ছবি

দুর্দান্ত
*********************************************A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অছ্যুৎ বলাই এর ছবি

বৃষ্টি খুব খারাপ জিনিস। নিজের সাথে সাথে মানুষকেও তরল করে দেয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আহমেদুর রশীদ এর ছবি

বৃষ্টির পরিবেদনা আরো বৃষ্টিমুখর হয় পাহাড়ের বৃষ্টির পরিহাসে।বৃষ্টি কী পারে সব ধুয়ে মুছে দিতে?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবজান্তা এর ছবি

কোন কোন বৃষ্টির রাতে, ঘন অন্ধকারে
ভুল করে তাকে মনে পড়ে যায়,হায় একাকী মানুষ
ছোঁয়াহীন গাঢ়বেদনার অবয়ব । এইসব রুপকথা
হয়ে ফিরে আসে কোন কোন বৃষ্টির রাতে

দুর্দান্ত, দুর্ধষ,দুরন্ত !

বহুদিন পর আপনার কবিতা পড়লাম এবং যথারীতি অনবদ্য।

আরো পড়ার প্রত্যাশায়।


অলমিতি বিস্তারেণ

কীর্তিনাশা এর ছবি

ভালো লাগলো।
-------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

কোন কোন কবিতা হৃদয়কে শুদ্ধ করে দেয়। এটি সেরকম উচ্চারণ।

কোন কোন বৃষ্টির রাতে, ঘন অন্ধকারে
ভুল করে তাকে মনে পড়ে যায়,হায় একাকী মানুষ
ছোঁয়াহীন গাঢ়বেদনার অবয়ব । এইসব রুপকথা
হয়ে ফিরে আসে কোন কোন বৃষ্টির রাতে ।

রাফি

অতিথি লেখক এর ছবি

এই লেখা 'কিচ্ছু না' ক্যাটাগরিতে??? এইরকম অসাধারন একটা লেখা 'কিচ্ছু না"... ??? মন খারাপ
-ইনান

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কোনো কোনো বৃষ্টির রাতে শীত শীত বোধ হলেও কান দুটো দিয়ে বের হয় গরম হাওয়া। এবং এমন এক অঝোর বৃষ্টির রাত আমার কাছে নিয়ে এসেছিলো কুমারত্ব হরণের স্মিয়কর মুহূর্ত!

আমার মনে হয় বৃষ্টির সময়গুলোতেই মানুষের বেশিরভাগ প্রাপ্তি আর সির্জনের ব্যাপারগুলো ঘটে থাকে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

হাসান মোরশেদ এর ছবি

দুঃখিত, সচল দিবসের মজমায়- এটার কথা ভুলেই গিয়েছিলাম ।

সম্মানিত পাঠক ও মন্তব্যকারীগন কৃতজ্ঞতা সকলে । কবিতা লেখায় ও কবিতার আলোচনায় কেনো জানি আমি কিশোর প্রেমিকের সংবেদনশীলতা থেকে বেরিয়ে আসতে পারিনা ।

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।