পানপর্ব-৮

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৮:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরের শরতে এই কবিতা আর পড়া হবেনা ।
এই শব্দ,এই বাক্য,এই কথামালা-
পেয়ালা বদলাবে,অন্য পানীয়,অন্য তৃষ্ণা ।
কেউ কেউ উত্তরে যাবে,হাওয়া বদলাবে,
ধুলো জমবে,ধুলো সরে যাবে,ফিকে হবে
কনিষ্ঠ আঙ্গুলে জমা ব্যাক্তিগত ব্যাথাবেদনা ।
কারো কারো তৃষ্ণা পাবে,পেয়ালা বদলাবে,
পানীয় ফুরাবে, কারো প্রতীক্ষা শেষ হবে
কেউ জেনে যাবে- এই শরতে ফেরা হবেনা;
সেই শরতে এই কবিতা আর পড়া হবেনা ।

অক্টোবর ২৪,২০০৭


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

পানপর্বগুলো মিস করলাম দেখি!
এইটা একেবারে এক পেয়ালা 'সাকি'(Sake) হইছে
বাকীগুলাও পড়তে হবে

মডুদা,
আচ্ছা বইয়ের লেখা হলে কি রেটিং করা যায়না? মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

সাকুরা'য় গিয়ে কিছু নাযিল হয় কিনা সেটা কিন্তু জানাবেন হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

অফটপিক, আমাদের মোরশেদ ভাইকে দেখা গেল অবশেষে চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

আরে,আছি তো হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

পানপর্বের এই কবিতাটি কি অন্যগুলোকে ছাড়িয়ে গেল?
কবি হাসান মোরশেদ-জিন্দাবাদ । চোখ টিপি

হাসান মোরশেদ এর ছবি

ষ্ণ!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

চমতকার!!

সারওয়ার চৌধুরী

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

অনেক ভালো লাগলো এইটা।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসান মোরশেদ এর ছবি

সবিনয়ে গৃহীত
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

অসাধারন !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

প্রশংসায় অসাধারন আমাদের তারেক চোখ টিপি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

মিয়া, আপনার মাথা ফাটাই ফেলমু :-t
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

কছ কি? ভাইয়া মাফ কইরা দেওন যায়না?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

বড়ভাইরা সব বরবাদ হয়ে যাচ্ছে... দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জিফরান খালেদ এর ছবি

চমতকার হলো...।

তীরন্দাজ এর ছবি

"পেয়ালা বদলাবে,অন্য পানীয়,অন্য তৃষ্ণা ।"

দারুন লাগলো!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ইরতেজা এর ছবি

কবি হাসান মোরশেদ-জিন্দাবাদ

_____________________________
টুইটার

ধ্রুব হাসান এর ছবি

".......ফিকে হবে
কনিষ্ঠ আঙ্গুলে জমা ব্যাক্তিগত ব্যাথাবেদনা ।
কারো কারো তৃষ্ণা পাবে,পেয়ালা বদলাবে,
পানীয় ফুরাবে, কারো প্রতীক্ষা শেষ হবে
কেউ জেনে যাবে- এই শরতে ফেরা হবেনা;
সেই শরতে এই কবিতা আর পড়া হবেনা ।"

......ভালো লাগলো খুব। যদিও পান করতে ভালোই লাগে...তবে এই ভালো লাগাটা মীর্জা আসাদুল্লাহ খাঁন গালীবীয় ভালো লাগা......Cheers!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চুমুকে চুমুকে শেষ হয়ে যায়, শরতের মতো দ্রুত। তৃষ্ণা নিয়ে বলি - 'ওয়ান মোর, প্লিজ!'

অমিত আহমেদ এর ছবি

পানপর্বের প্রতিটা কবিতাই আমি খুব মন দিয়ে পড়েছি এবং সবগুলোই অপূর্ব লেগেছে! কবিতা বুঝিনা দেখে আমি কবিতার পোস্টে বেশি কমেন্ট করি না - আজ তৃতীয়বারের "পানপর্ব" পড়তে গিয়ে করেই ফেল্লাম... হাসান ভাই আপনার কবিতাগুলো দারুন!


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

হাসান মোরশেদ এর ছবি

কবিতা বুঝিনা দেখে আমি কবিতার পোস্টে বেশি কমেন্ট করি না -

একই অবস্থা আমারো অমিত । আমি ও কবিতা বুঝিনা মন খারাপ
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।