আমিও চলে আসলাম

অচেনা এর ছবি
লিখেছেন অচেনা (তারিখ: রবি, ০৩/০৬/২০০৭ - ৪:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:
আবাল বেশী সামহয়ারে.

মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

স্বাগতম।
কিন্তু আপনাকে কি আরেকটু চেনা যাইবো, নাকি অচেনাই থাকবেন? হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

আপনে কেটায় ? পরিচয় ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সৌরভ এর ছবি

হায় হায়, আপনি ক্যাডায়?

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

তয়, আপনি পুরান পাপী বোধহয়, নোড এর সিরিয়াল আমারো আগে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

অচেনা এর ছবি

আমি পুরাণ না নতুন পাপী, তবে কেম্নে কেম্নে জানি ওস্তাদদের ডিঙাইয়া ৫ নম্বর হইয়া গেছি।

হাসিব, আমি আর আপনে সাথী হিসাবে এ টিমের অপারেশনে আছি চোখ টিপি

অরূপ এর ছবি

অচেনা বাঙালী, মোরশেদ ভাই এর অতিথি
স্বাগতম, কলম কথা বলুক!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সৌরভ এর ছবি

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

অমিত আহমেদ এর ছবি

স্বাগতম

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অচেনা এর ছবি

আরে সৌরভ চোখ টিপি খামছাখামছি

আমিতো মিয়া আরেক্টু হইলেই আপনেরে আমন্ত্রণ জানাইতয়া বেকুব হইতাম ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বাগতম. স্বাগতম. স্বাগতম

নজমুল আলবাব এর ছবি

স্বাগতম অবাঙালি হাসি

অচেনা এর ছবি

চবাইকে দন্যবাদ।
ইনকুলুডিং খামছা মামু ন।আবাল মামু।
আবাল কই নাই কিন্তুক চোখ টিপি

হাসান মোরশেদ এর ছবি

এসেছেন ভালো কথা । বসেন । চা পানি খান । বেপাড়ায় বহুৎ বেশরিয়তী কাজ কারবার করছেন । চাগল পাগল নিয়ে গবেষনা শুরু করছেন । ঔটা চালাইয়া যান ঐ পাড়ায় ।
কিন্তু এই পাড়ায় ভালো লেখা চাই বড়ভাই ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

এসেছেন ভালো কথা । বসেন । চা পানি খান । বেপাড়ায় বহুৎ বেশরিয়তী কাজ কারবার করছেন । চাগল পাগল নিয়ে গবেষনা শুরু করছেন । ঔটা চালাইয়া যান ঐ পাড়ায় ।
কিন্তু এই পাড়ায় ভালো লেখা চাই বড়ভাই ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

আসুন আসুন...মন খুলে কথা কই।

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অচেনাই রয়ে গেলেন রে ভাই। আমরা দেরীতে এসেও অনেকগুলো ব্লগ আর হাজার তিনেক মন্তব্য দিয়ে ফেলেছি!

সাফি এর ছবি

হাহা ভাল বলেছেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।