আইলাম ...

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:
যথেষ্ট পরিমান গুতাগুতি এখনো করতারিনাই । দেইখা কমুনে কেমুন হইলো বিষয় আষয় ।

মন্তব্য

হযবরল এর ছবি
স্বাগতম হাসিব।
হাসিব এর ছবি
ধন্যবাদ হযবরল ।
সচলায়তন এর ছবি
BNG ফন্ট ইন্সটল করেন -------------------------------------- ঈশ্বরের ক্ষমতা অসীম, তথাপি তিনি ক্লীব

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

হাসিব এর ছবি
বুঝলাম । কিন্তু যেইখানে ফন্ট নাই এবং যেইখানে ফন্ট ইনস্টল করন যাইবো না সেইখানের কথা কইতাছিলাম । __________________________________ স্বাক্ষর নাই কোন ।
সুমন চৌধুরী এর ছবি
এইটা এট্টা ভালো পয়েন্ট। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ধুসর গোধূলি এর ছবি
BNG ফন্টের কথা আইতাছে ক্যান? এম্বেড করো মামু। আমি মাঝে মইধ্যে অকুল পাথারে পইড়া যাই, তখন ফন্ট পামু কই? তয় হাসিব ভাই যখন আইয়াই পড়ছেন, কলকি সাজাই- একটা টান দিয়া যাইয়েন। ঈশ!! সাধক বাবা যে কবে আইবো!
হাসিব এর ছবি
কন্ট্রোল + অল্টার + ইউ চাপলে ইউনিজয়ে লেখন যাইবো । ফন্ট না থাকলেও । ........................ স্বাক্ষর নাই কোন ।
হাসিব এর ছবি
* ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন। * ইউনিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন। * বিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন। * সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন। প্রথম পোস্টেই ছিলো । খেয়াল করি নাই । স্বাক্ষর নাই কোন ।
ধুসর গোধূলি এর ছবি
তা যাইবো মাগার কী লেখতাছেন সেইটাতো আর দেখোন যাইবো না। চোখে খালি মালুম হইবো বক্স, বক্স আর বক্স!
হাসিব এর ছবি
লিনুক্সে দেখন যাইতাছে । উইন্ডোজেরটা কাইলকা অফিস যাইয়া টেস্ট মারুমনে । ................................ স্বাক্ষর নাই কোন ।
সৌরভ এর ছবি
হাসিব ভাই, সুস্বাগতম এই বাতাসার বাজারে । বাতাসা চাখেন, বাতাসা বেচেন । আমরাও খুশি হই । ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি
ধইন্যাপাতা, সৌরভ ভাই ।
সুমন চৌধুরী এর ছবি
লিন্যাক্সের প্রসংসা করে প্রযুক্তিবীদ বন্ধুরা....আমার মনে হয় চোষে... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হাসিব এর ছবি
কিছু কাজের জন্য লিনুক্স ভালো । আবার কিছু কাজে একদম বকলম । দরকার কোনটা বেশী সেইটা হইলো কথা ।
সুমন চৌধুরী এর ছবি
ঠিক ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হিমু এর ছবি
স্বাগতম হাসিব ভাই। শুরু করেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।