কিছুক্ষণ আগে সোশাল মিডিয়ায় জানা গেছে ব্লগার নিলয় নীল (নিলয় চৌধুরী/নিলাদ্রী চ্যাটার্জি) কে রাজধানীর গোরানে নিজ বাসস্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে। অসমর্থিক খবর ভাড়াটে পরিচয়ে বাসায় ঢুকে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
নিহত ব্লগার নিলয় ইস্টিশন ব্লগে লিখতেন এবং ফেইসবুক স্টাটাসের মাধ্যমে তার বক্তব্য জানাতেন।
কিছুদিন পরপরই অসহিষ্ণু মৌলবাদিদের অপছন্দের বক্তব্য প্রদানের অভিযোগে ব্লগার, সোশাল মিডিয়া ইউজারদের ওপর হামলা হচ্ছে। এখনও পর্যন্ত কোন পক্ষ এই হত্যাকান্ডের দায় স্বীকার করেনি। হত্যাকান্ডের ধরণ ও নিহত ব্যক্তির ধর্ম সম্পর্কে অবস্থান এগুলো দেখে ধারণা করা যায় এগুলো আগের হত্যাকান্ডগুলোরই ধারাবাহিকতা।
ব্লগার নিলয় তার ওপর হুমকির বিষয়টি অবগত ছিলেন। ব্লগার অনন্ত বিজয় হত্যাকান্ডের কয়েকদিন পরে তাকে অনুসরণ করা হচ্ছে বলে ফেইসবুকে জানান তিনি। এ বিষয়ে জিডি করতে গেলে থানা সেই জিডি নেয়নি এবং তাকে দেশ ছেড়ে যাবার উপদেশ দিয়েছিল।
পুলিশ এই বিষয়টি গুরুত্বের সাথে নিলে হয়তো নিলয় নীল এরকম হত্যাকান্ডের শিকার হতেন না।
শুধুমাত্র মত প্রকাশ, সেটা যে ভাষাতেই হোক, যে মাধ্যমেই হোক তার জন্য হত্যা কোন সভ্য সংস্কৃতির পরিচায়ক হতে পারে না। মতপ্রকাশের পথে যে চাপাতি ঝুলে আছে সেই চাপাতি মত প্রকাশ করেই রুখতে হবে।
কলম চলবে, চাপাতির মুখেও।
আপডেট
আনসারুল্লাহ বাংলা টিম হত্যাকান্ডের দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে।
লিংক
১. নিলয় নীলের ব্লগ
২. নিলয় নীলের মুক্তমনা প্রোফাইল
৩. নিলয় নীলের ফেইসবুক প্রোফাইল
মন্তব্য
ভালোই তো । ভালো না !!! ............
একের পর এক এইভাবে চলতে থাক । সরকার কোন উদ্যোগ নেয়ার কোন সুযোগ দেখি না । বাংলাদেশের ব্লগারদের অতি স্বত্তর এক হয়ে কাগজে কলমের অর্গেনাইজেশন হিসেবে রেজিস্ট্রি করা প্রয়োজন । কিছুটা স্টুডেন্ট বা লেবার ইউনিয়নের মত । এতে করে বিপদের মুখে থাকা ব্লগাররা রেগুলার প্রোটেকশন না পেলেও সাময়িক শেল্টার, গাইডেন্স এবং অন্যান্য সহযোগিতা পাওয়ার একটা পথ হয় । তাছাড়া দেশীয় বা আন্তর্জাতিক সংগঠন, এমনকি সরকারের সাথে বোঝাপড়াতেও একটা ফিজিক্যাল এনটিটির প্রয়োজন ।
বোয়ান ছাড়া এমন আর কিছু আছে কি ?
মামুনুর রশীদ ।
===========================
হাজারো মানুষের ভিড়ে আমি মানুষেরেই খুজে ফিরি ।
mamun babu 2001 at gmail dot com
বিচারহীনতা মৃতের সংখ্যা বাড়িয়েই যাচ্ছে। কিছু কি করার আছে আসলেই ?
মত প্রকাশ করে করে আমরা চাপাতি রুখে দেব।
ইচ্ছার আগুনে জ্বলছি...
চাপাতির মুখেও কলম চলবে...
একজন একজন করে দলটা ভারি হয়ে যাচ্ছে যে! আর কত?
দেবদ্যুতি
পুলিশ জিডি গ্রহণ করতে আইনগতভাবে বাধ্য, কিন্তু পুলিশ যদি আইন না মানে তাহলে তাকে ডিঙ্গিয়ে কার কাছে অভিযোগ জানাতে হবে? বাংলাদেশে দুর্নীতির যে বিস্তার, দায়িত্বরত কর্মকর্তার উর্ধ্বতনের কাছে অভিযোগ করতে গেলেও তো একই পরিস্থিতিতে পড়তে হবে।
Big Brother is watching you.
Goodreads shelf
এটা বাংলাদেশের একটা মৌলিক সমস্যা। আপনাকে সার্ভাইভ করতে হলে ক্ষমতাকেন্দ্রের সংস্পর্শে থাকতে হবে। পুলিশ, হাসপাতাল, রাস্তায় গাড়ি ড্রাইভ করা সবজায়গাতেই আপনি "সাধারণ" হিসেবে সেবা পাবেন না। পুলিশ তার কথা শুনতো যদি নিলয় কেউকেটা ধরণের কিছু হতো।
আর উর্ধ্বতন কর্মকর্তা ভিন্ন কিছু বলবে সেটার নিশ্চয়তা পাবার মতো কোন কারণ ঘটেনি। উল্টো জিজ্ঞেস করেটরে আপনাকে জামিন অযোগ্য ৫৭ধারায় জেলে ঢুকিয়ে দিতে পারে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ঠিক বুঝতেছিনা কি করা উচিৎ, বলা উচিৎ!
ব্লগবাড়ি । ফেসবুক
লিখে যান ঘ্যাচঘ্যাচ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হ
ব্লগবাড়ি । ফেসবুক
হা!
আপনি এখনও অবাক হন!
নীড়পাতা.কম ব্লগকুঠি
মুক্তমনায় এই পোস্টে উনার কমেন্ট গুলোতেই সব কিছু বলা হয়ে গেছে। নতুন কিছু যোগ করবার নেই।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হাসিব ভাই, কলম বোধহয় আর চলবে না, কলম হয়ত আর চলতে দেয়া হবে না।
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
যারা লেখে না তারাই বড়গলায় চেচায় কলম চলবে না। যারা লেখার তারা লিখে গেছে এবং লিখে যাবে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এরপর কার পালা?
ফাহমিদুল হান্নান রূপক
কলম চলবে এই কথাটারে পরিহাস ছাড়া আর কিছু মনে হচ্ছে না এখন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তাহলে থামায় রাখেন। লড়াই ছাড়া হেরে যান।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধর্মের নাম ভাঙিয়ে করা আর একটি অনাচারের শিকার নিলয়ের প্রতি এক সাগর সহমর্মিতা।
কলম অবশ্যই অবশ্যই চলবে। কিন্তু তার পাশাপাশি বর্তমান ভয়াবহতার প্রেক্ষিতে আরও কিছু করা দরকার। যারা দুনিয়াদারি সম্পর্কে এতটুকু খবর রাখেন তারা সবায় জানেন আমাদের সরকার আগের কলম সৈনিকবৃন্দের হত্যার পর যেরকম আন্তরিকতা দেখিয়েছে ঠিক অনুরূপ আন্তরিকতা দেখাবে এক্ষেত্রেও। আবার তারা এটাও নিশ্চিৎভাবে জানেন যে, সরকার আন্তরিক হলে স্বল্প সময়ের মধ্যে সকল খুনীদের ধরতে ও বিচার করতে পারে। এটা মোটামোটি নিশ্চিৎ যে সরকার উপরোক্ত দু‘টি দিকের প্রথমটি অনুসরণ করবে নিলয়ের খুনীদের বিষয়ে। একজন ইয়াসমীন, একজন রাজন হত্যার পর যেরকম গণদাবীর গুতা আমরা দিতে সক্ষম হয়েছিলাম তদরূপ গুতা দিতে পারলেই সকল খুনী ধরা পরবে।
এনাফ ইজ এনাফ, আসুন আমরা কাল ক্ষেপন না করে এবার সরকারকে আর একটি গুতার মত গুতা দেই। মানব সভাতাকে দানব সভ্যতা থেকে রক্ষা করতে সেটা ছাড়া আর কোন পথ নেই। সকল কলম সৈনিক হত্যার প্রতিবাদ আকাশসম উচ্চতায় উত্তীর্ণ হোক।
- পামাআলে
যারা লেখে না তারাই বড়গলায় চেচায় কলম চলবে না। যারা লেখার তারা লিখে গেছে এবং লিখে যাবে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
চাপাতির স্বাধীনতা চলবে দেশে!! হায় কলম, হায় চাপাতি!!
____________________________
নতুন মন্তব্য করুন